ঢামেক প্রতিবেদক
গাজীপুরে টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) অসুস্থ এক কিশোর চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পরিবারের অভিযোগ, কেন্দ্রের ভেতরে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কিশোরের মৃত্যু হয়। গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই কিশোরের নাম—মারুফ আহমেদ (১৬)। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়। বর্তমানে খিলক্ষেত দর্জিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত মারুফের বাবা মো. রফিক আহমেদ আজকের পত্রিকাকে জানান, মারুফ আগে কিছুদিন মাদ্রাসায় পড়াশোনা করলেও পরে পড়া বাদ দেয়। সে নিজে এলাকায় দিনমজুরের কাজ করে। তিন ভাই-এক বোনের মধ্যে মারুফ ছিল সবার বড়।
রফিক আহমেদের অভিযোগ, গত ২৭ জানুয়ারি খিলক্ষেত এলাকায় এক ঝালমুড়িওয়ালার সঙ্গে কয়েকজন ছেলের ঝগড়া হয়। সেখানে দাঁড়িয়ে ছিল মারুফ। তখন খিলক্ষেত থানা-পুলিশ দুই ছেলের সাথে মারুফকেও ধরে নিয়ে যায়। পরদিন ২৮ জানুয়ারি কোর্টে চালান করে দেয়। খবর পেয়ে থানায় গিয়ে জানতে পারেন মারুফের নামে ডাকাতি মামলা হয়েছে। আদালত থেকে তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কিশোরের বাবা আরও অভিযোগ করে জানান, গত ৮ থেকে ১০ দিন আগে তিনি মারুফের মা ইয়াসমিন বেগমকে নিয়ে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে মারুফের সঙ্গে দেখা করতে যান। তখন মারুফ কান্না করে বলেছেন—‘বাবা আমি জীবনেও আর মারামারি, খারাপ কাজ করব না। তোমরা আমারে এখান থেকে নিয়া যাও। ওরা আমাকে বাথরুম, থালা বাসন ধোয়ায়। না ধুইলে আমারে অনেক মারধর করে।’
তিনি বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি ফোন করে আমাকে জানায় মারুফ অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ছেলে অচেতন অবস্থায় আছে। তার সাথে কোনো কথা বলতে পারি নাই। মারুফের শরীরে, হাতের কনুইয়ে ও পিঠের বিভিন্ন জায়গায় আঘাত দেখেছি। আমার ছেলেরে ওরা মারধর করেছে। মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। আমি আমার ছেলের মৃত্যুর বিচার চাই।’
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানারুল হক সুরতহাল রিপোর্টের উল্লেখ করে বলেন, ‘ওই কিশোরের ডান চোখে পাশে, ডান ও বাম হাতের কনুইতে ও দুই পায়ের বিভিন্ন স্থানে জখমের ছিল। আগামীকাল মারুফের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
প্রাথমিক তদন্তে এসআই সুরতহালে উল্লেখ করেন, ‘গাজীপুর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেনের অপমৃত্যু মামলার এজাহার থেকে জানা যায়, খিলক্ষেত থানার মামলা—নম্বর ২৯ (১) ২৪, ২৮/১ /২৪। উক্ত বন্দী গত ১০ ফেব্রুয়ারি দুপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে অসুস্থ হয়ে পরে। সাথে সাথে তাকে গাজীপুর আহসানউল্লাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর সারে ৬টার দিকে মারা যায়।’
গাজীপুরে টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) অসুস্থ এক কিশোর চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পরিবারের অভিযোগ, কেন্দ্রের ভেতরে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কিশোরের মৃত্যু হয়। গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই কিশোরের নাম—মারুফ আহমেদ (১৬)। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়। বর্তমানে খিলক্ষেত দর্জিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত মারুফের বাবা মো. রফিক আহমেদ আজকের পত্রিকাকে জানান, মারুফ আগে কিছুদিন মাদ্রাসায় পড়াশোনা করলেও পরে পড়া বাদ দেয়। সে নিজে এলাকায় দিনমজুরের কাজ করে। তিন ভাই-এক বোনের মধ্যে মারুফ ছিল সবার বড়।
রফিক আহমেদের অভিযোগ, গত ২৭ জানুয়ারি খিলক্ষেত এলাকায় এক ঝালমুড়িওয়ালার সঙ্গে কয়েকজন ছেলের ঝগড়া হয়। সেখানে দাঁড়িয়ে ছিল মারুফ। তখন খিলক্ষেত থানা-পুলিশ দুই ছেলের সাথে মারুফকেও ধরে নিয়ে যায়। পরদিন ২৮ জানুয়ারি কোর্টে চালান করে দেয়। খবর পেয়ে থানায় গিয়ে জানতে পারেন মারুফের নামে ডাকাতি মামলা হয়েছে। আদালত থেকে তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কিশোরের বাবা আরও অভিযোগ করে জানান, গত ৮ থেকে ১০ দিন আগে তিনি মারুফের মা ইয়াসমিন বেগমকে নিয়ে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে মারুফের সঙ্গে দেখা করতে যান। তখন মারুফ কান্না করে বলেছেন—‘বাবা আমি জীবনেও আর মারামারি, খারাপ কাজ করব না। তোমরা আমারে এখান থেকে নিয়া যাও। ওরা আমাকে বাথরুম, থালা বাসন ধোয়ায়। না ধুইলে আমারে অনেক মারধর করে।’
তিনি বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি ফোন করে আমাকে জানায় মারুফ অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ছেলে অচেতন অবস্থায় আছে। তার সাথে কোনো কথা বলতে পারি নাই। মারুফের শরীরে, হাতের কনুইয়ে ও পিঠের বিভিন্ন জায়গায় আঘাত দেখেছি। আমার ছেলেরে ওরা মারধর করেছে। মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। আমি আমার ছেলের মৃত্যুর বিচার চাই।’
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানারুল হক সুরতহাল রিপোর্টের উল্লেখ করে বলেন, ‘ওই কিশোরের ডান চোখে পাশে, ডান ও বাম হাতের কনুইতে ও দুই পায়ের বিভিন্ন স্থানে জখমের ছিল। আগামীকাল মারুফের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
প্রাথমিক তদন্তে এসআই সুরতহালে উল্লেখ করেন, ‘গাজীপুর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেনের অপমৃত্যু মামলার এজাহার থেকে জানা যায়, খিলক্ষেত থানার মামলা—নম্বর ২৯ (১) ২৪, ২৮/১ /২৪। উক্ত বন্দী গত ১০ ফেব্রুয়ারি দুপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে অসুস্থ হয়ে পরে। সাথে সাথে তাকে গাজীপুর আহসানউল্লাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর সারে ৬টার দিকে মারা যায়।’
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে