Ajker Patrika

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২৯
নাজিম উদ্দীন। ছবি: সংগৃহীত
নাজিম উদ্দীন। ছবি: সংগৃহীত

বিএনপির মিছিলে হামলার মামলায় চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিক লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দীন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও হাইলধর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। একই মামলায় এর আগে উপজেলার বরুমছড়া এবং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী (৭৫) ও নোয়াব আলীকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বাদী তৌহিদ মিয়া (৩৪)। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।

নাজিম উদ্দীন ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এবং নগরের বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাঁকে আটক করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার অভিযোগে আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত