আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শ্যালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে। অভিযুক্ত রিপন হাওলাদার (২৫) উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে। দুই মাস আগে তাঁর সঙ্গে বাগধার সোনিয়া খানমের (২০) বিয়ে হয়।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক দিন পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রিপন। সে সময়ই প্রথম তিনি স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে তাঁর ছোট বোন রানিয়া খানমকে (১৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
সর্বশেষ ১০ জুন রাতে একই কৌশলে স্ত্রী সোনিয়াকে পাঁচটি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন রিপন। পরে রানিয়ার মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। রানিয়ার গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে এলে রিপন পালিয়ে যান।
ঘটনার পরদিন ১১ জুন বিকেলে রিপন হাওলাদার স্থানীয় বিএনপির একাধিক নেতাকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ‘মীমাংসা’র চেষ্টা চালান। ওই সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান খানকে (আপাং) লাঞ্ছিত করেন রানিয়ার মা জেসমিন বেগম।
রিপনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুংকর মল্লিক বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারী মামলা রেকর্ড করতে চান, সে জন্য তাঁরা নতুন করে অভিযোগ জমা দেওয়ার কথা বলেছেন।’
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শ্যালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে। অভিযুক্ত রিপন হাওলাদার (২৫) উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে। দুই মাস আগে তাঁর সঙ্গে বাগধার সোনিয়া খানমের (২০) বিয়ে হয়।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক দিন পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রিপন। সে সময়ই প্রথম তিনি স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে তাঁর ছোট বোন রানিয়া খানমকে (১৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
সর্বশেষ ১০ জুন রাতে একই কৌশলে স্ত্রী সোনিয়াকে পাঁচটি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন রিপন। পরে রানিয়ার মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। রানিয়ার গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে এলে রিপন পালিয়ে যান।
ঘটনার পরদিন ১১ জুন বিকেলে রিপন হাওলাদার স্থানীয় বিএনপির একাধিক নেতাকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ‘মীমাংসা’র চেষ্টা চালান। ওই সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান খানকে (আপাং) লাঞ্ছিত করেন রানিয়ার মা জেসমিন বেগম।
রিপনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুংকর মল্লিক বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারী মামলা রেকর্ড করতে চান, সে জন্য তাঁরা নতুন করে অভিযোগ জমা দেওয়ার কথা বলেছেন।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৫ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২০ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৫ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে