পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মাছের ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. দুলাল হোসেন (২৫)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
দুলাল উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের আ. মালেকের ছেলে। পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুলালের মা কহিনুর বেগম ও বোন হাফিজা বলেন, দুলালের খুবই সহজ সরল। জমি নিয়ে দুলালের চাচা সেলিমের সঙ্গে বিরোধ রয়েছে। এর জেরে দুলালের তিন চাচা সেলিম, ছালেক ও ইউনুস খুন করেছে। এ ঘটনার বিচার চান তাঁরা।
দুলালের চাচা সেলিম মিয়া বলেন, ‘আমাদের সঙ্গে দুলালের জমি নিয়ে কোনো বিরোধ নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বাড়ির মধ্যেই দুলাল বাড়ি করে সেখানে বাস করে।’
তিনি আরও বলেন, দুলালের বোন জামাই বাবুলকে চার লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে। এ নিয়ে দুলাল খুব টেনশনে ছিল। এ ছাড়া তার মৃগী রোগও ছিল।
ঘেরের মালিক সেলিম পহলান বলেন, ‘আমার ঘেরের চারপাশে পরিষ্কার করার জন্য চুক্তিতে কাজ দেই দুলালের চাচা ছালেককে। তিনি ওই কাজে সহযোগিতার জন্য সকালে দুলালকে সঙ্গে নিয়ে আসে। পরে ১০টার দিকে দুলালের মরদেহ পানিতে পাওয়া যায়।’
পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার পাথরঘাটায় কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মাছের ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. দুলাল হোসেন (২৫)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
দুলাল উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের আ. মালেকের ছেলে। পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুলালের মা কহিনুর বেগম ও বোন হাফিজা বলেন, দুলালের খুবই সহজ সরল। জমি নিয়ে দুলালের চাচা সেলিমের সঙ্গে বিরোধ রয়েছে। এর জেরে দুলালের তিন চাচা সেলিম, ছালেক ও ইউনুস খুন করেছে। এ ঘটনার বিচার চান তাঁরা।
দুলালের চাচা সেলিম মিয়া বলেন, ‘আমাদের সঙ্গে দুলালের জমি নিয়ে কোনো বিরোধ নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বাড়ির মধ্যেই দুলাল বাড়ি করে সেখানে বাস করে।’
তিনি আরও বলেন, দুলালের বোন জামাই বাবুলকে চার লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে। এ নিয়ে দুলাল খুব টেনশনে ছিল। এ ছাড়া তার মৃগী রোগও ছিল।
ঘেরের মালিক সেলিম পহলান বলেন, ‘আমার ঘেরের চারপাশে পরিষ্কার করার জন্য চুক্তিতে কাজ দেই দুলালের চাচা ছালেককে। তিনি ওই কাজে সহযোগিতার জন্য সকালে দুলালকে সঙ্গে নিয়ে আসে। পরে ১০টার দিকে দুলালের মরদেহ পানিতে পাওয়া যায়।’
পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
১৯ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
২৪ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
৩০ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে