Ajker Patrika

মাছের ঘেরে পড়ে ছিল যুবকের লাশ, অভিযোগের তীর চাচাদের দিকে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
মাছের ঘেরে পড়ে ছিল যুবকের লাশ, অভিযোগের তীর চাচাদের দিকে

বরগুনার পাথরঘাটায় কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মাছের ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. দুলাল হোসেন (২৫)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

দুলাল উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের আ. মালেকের ছেলে। পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুলালের মা কহিনুর বেগম ও বোন হাফিজা বলেন, দুলালের খুবই সহজ সরল। জমি নিয়ে দুলালের চাচা সেলিমের সঙ্গে বিরোধ রয়েছে। এর জেরে দুলালের তিন চাচা সেলিম, ছালেক ও ইউনুস খুন করেছে। এ ঘটনার বিচার চান তাঁরা। 

দুলালের চাচা সেলিম মিয়া বলেন, ‘আমাদের সঙ্গে দুলালের জমি নিয়ে কোনো বিরোধ নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বাড়ির মধ্যেই দুলাল বাড়ি করে সেখানে বাস করে।’ 

তিনি আরও বলেন, দুলালের বোন জামাই বাবুলকে চার লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে। এ নিয়ে দুলাল খুব টেনশনে ছিল। এ ছাড়া তার মৃগী রোগও ছিল। 

ঘেরের মালিক সেলিম পহলান বলেন, ‘আমার ঘেরের চারপাশে পরিষ্কার করার জন্য চুক্তিতে কাজ দেই দুলালের চাচা ছালেককে। তিনি ওই কাজে সহযোগিতার জন্য সকালে দুলালকে সঙ্গে নিয়ে আসে। পরে ১০টার দিকে দুলালের মরদেহ পানিতে পাওয়া যায়।’ 

পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত