পটুয়াখালী প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা–ভাঙচুরের মামলায় এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করলে বিচারক নিলুফর সিরিন তার জামিন মঞ্জুর করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামির নাম এজাহারে না থাকায় এবং আসামি শিশু হওয়ায় বিজ্ঞ বিচারক আসামির জামিন দেন।’
এর আগে গতকাল সোমবার জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার থেকে ওই কিশোর গ্রেপ্তার করা হয়। তবে সে মামলায় নামীয় আসামি না হলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কিশোর উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোতালেব মৃধার ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব মৃধার ছোট ভাই। এ ছাড়া সে সুবিদখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার বয়স ১৭ বছর চার মাস ১০ দিন, আর হামলা–ভাঙচুরের ঘটনার দিন বয়স ১৫ বছর ৬ মাস ১৪ দিন ছিল বলে জানায় তার পরিবার।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা-কর্মীরা সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করে। এতে গাড়ি ভাঙচুরসহ বিএনপির নেতা কর্মীরা গুরুতর আহত হন।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। তবে এই মামলায় ওই কিশোর নামীয় আসামি না হলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০২৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা–ভাঙচুর মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বর্তমান বয়স ১৭ বছর চার মাসের মতো। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে, বর্তমানে সেই মামলায় তিনি জামিনে রয়েছে।’
এদিকে গ্রেপ্তার কিশোরের আদালতে হাজত খানার একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে তার ভাই রাকিব মৃধা লিখেছেন, ‘আমার আপন ছোট ভাই ১৭ বছর বয়স, সে প্রাপ্ত বয়স্ক নয়। বিএনপির দেওয়া মিথ্যা মামলায় জামিনে থাকার পরেও পুলিশ কালকে ওরে গ্রেপ্তার করে এবং ওর জামিন কাগজ দেখানো হয়। পরে আলতাফ চৌধুরীর নির্দেশে তার দেওয়া গাড়ি হামলার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে। একজন শিশুকে গণ গ্রেপ্তার থেকে মুক্তি মেলেনি। রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে এই মিথ্যা মামলায় হয়রানি যারা করেছে তাদের ধন্যবাদ আগামী দিনের জন্য এগুলো অভিজ্ঞতা।’
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা–ভাঙচুরের মামলায় এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করলে বিচারক নিলুফর সিরিন তার জামিন মঞ্জুর করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামির নাম এজাহারে না থাকায় এবং আসামি শিশু হওয়ায় বিজ্ঞ বিচারক আসামির জামিন দেন।’
এর আগে গতকাল সোমবার জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার থেকে ওই কিশোর গ্রেপ্তার করা হয়। তবে সে মামলায় নামীয় আসামি না হলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কিশোর উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোতালেব মৃধার ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব মৃধার ছোট ভাই। এ ছাড়া সে সুবিদখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার বয়স ১৭ বছর চার মাস ১০ দিন, আর হামলা–ভাঙচুরের ঘটনার দিন বয়স ১৫ বছর ৬ মাস ১৪ দিন ছিল বলে জানায় তার পরিবার।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা-কর্মীরা সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করে। এতে গাড়ি ভাঙচুরসহ বিএনপির নেতা কর্মীরা গুরুতর আহত হন।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। তবে এই মামলায় ওই কিশোর নামীয় আসামি না হলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০২৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা–ভাঙচুর মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বর্তমান বয়স ১৭ বছর চার মাসের মতো। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে, বর্তমানে সেই মামলায় তিনি জামিনে রয়েছে।’
এদিকে গ্রেপ্তার কিশোরের আদালতে হাজত খানার একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে তার ভাই রাকিব মৃধা লিখেছেন, ‘আমার আপন ছোট ভাই ১৭ বছর বয়স, সে প্রাপ্ত বয়স্ক নয়। বিএনপির দেওয়া মিথ্যা মামলায় জামিনে থাকার পরেও পুলিশ কালকে ওরে গ্রেপ্তার করে এবং ওর জামিন কাগজ দেখানো হয়। পরে আলতাফ চৌধুরীর নির্দেশে তার দেওয়া গাড়ি হামলার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে। একজন শিশুকে গণ গ্রেপ্তার থেকে মুক্তি মেলেনি। রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে এই মিথ্যা মামলায় হয়রানি যারা করেছে তাদের ধন্যবাদ আগামী দিনের জন্য এগুলো অভিজ্ঞতা।’
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৪ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৭ ঘণ্টা আগে