মৃত্যুর মুখে বড়াল নদ
রাজশাহীর চারঘাট-বাঘার ওপর দিয়ে বয়ে চলা একসময়ের প্রমত্ত বড়াল নদ এখন মৃতপ্রায়। বর্ষা মৌসুম ছাড়া সারা বছর থাকে পানিশূন্য। এ নদের বুকজুড়ে ধু ধু বালুচর। কোথাও চাষাবাদ, কোথাও গরু চরানো কিংবা ক্রিকেট ও ফুটবল খেলার দৃশ্য চোখে পড়ে। অথচ মাত্র তিন যুগ আগেও এ নদের নৌপথে চলত ফেরি ও লঞ্চ। এ নদের তীরে গড়ে ওঠা ১ হা