Ajker Patrika

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশের ভূমিকায় ‘ত্রিশূল’

সিয়াম সাহারিয়া, নওগাঁ
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৩
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশের ভূমিকায় ‘ত্রিশূল’

নওগাঁয় চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে জেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিশূল’।

সংগঠনের কর্মীরা তাঁদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি নানা জাতি ও ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির অটুট বন্ধন তৈরিতেও অনন্য ভূমিকা রাখছে।

জানা গেছে, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বিকাশের লক্ষ্যে ‘সোপার্জিত কৃষ্টির নীত’—স্লোগানে ২০১৯ সালে নিজ এলাকার ৩০ জন সাঁওতালশিল্পী নিয়ে ত্রিশূল নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন নৃত্যশিল্পী তৃণা মজুমদার। প্রতিষ্ঠার পর থেকে জেলার বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামে বেশকিছু সাংস্কৃতিক দল গড়ে তুলেছে ত্রিশূল। বর্তমানে শিল্পীর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

প্রতিষ্ঠার তিন বছরে সংগঠনটি এ পর্যন্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে সবার নজর কেড়েছে। ২০১৯ সালে কক্সবাজারের সমুদ্রসৈকতে নৃত্যশিল্পীদের সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স-এশিয়া প্যাসিফিক’-এর উদ্যোগে অনুষ্ঠিত ওশান ড্যান্স ফেস্টিভ্যালে অংশ নেওয়ার মধ্য দিয়ে নওগাঁর বাইরে সাংস্কৃতিক উৎসবে প্রথম অংশ নেয় ত্রিশূল। এ ছাড়া ভারতের ছত্তিশগড়ের রায়পুরে ‘ন্যাশনাল ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল’, সুইজারল্যান্ডের জেনেভা ও ভারতের আগরতলায় ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ড ডে প্রোগ্রাম’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নৃত্য উৎসব-২০২২ ও বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব-২০২০-এ ত্রিশূলের নৃত্য পরিবেশনা ছিল উল্লেখযোগ্য।

ত্রিশূলের প্রতিষ্ঠাতা ও সভাপতি তৃণা মজুমদার বলেন, ত্রিশূলের সাংস্কৃতিক কর্মকাণ্ড একেবারে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৫০০-এর অধিক সাংস্কৃতিক কর্মী ত্রিশূলের সঙ্গে আছেন। সাংস্কৃতিক চর্চার পাশাপাশি আর্তমানবতার সেবায় ত্রিশূল কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত