Ajker Patrika

জবানবন্দির সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৫
জবানবন্দির সূত্র ধরে  এক বছর পর গ্রেপ্তার

বগুড়ায় পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ছাত্রলীগ নেতা তাকবির ইসলাম খান হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামির তথ্যে পারভেজকে আটক করা হয়। তবে তিনি এজহারভুক্ত আসামি নন। আটকের পর পারভেজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তৎকালীন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খানের হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল, ম্যাগাজিন, ধারালো চাকু, এসএস পাইপসহ গত শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সদরের পুরান বগুড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাঁকে আটক করা হয়। গতকাল রোববার তাঁকে আদালতে পাঠানো হয়।

পারভেজ (২১) বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ ছাত্রলীগ নেতা তাকবির হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাকবির হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তিনি তাকবির হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নন। এজাহারভুক্ত আসামি আল-আমিন গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর জবানবন্দিতে মামুনের নাম উঠে আসে।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল, দুটি ধারালো চাকু, দুটি এসএস পাইপসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, পারভেজকে আদালতে পাঠানো হয়েছে। তিনি (মামুন) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে রিমান্ড আবেদন করা হবে।

গত বছরের ১১ মার্চ রাতে শহরের সাতমাথা এলাকায় হামলার শিকার হন তাকবির ইসলাম খান। তাঁকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। পরে ১৬ মার্চ বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগে তাঁর ওপর হামলার বর্ণনা দিয়ে গেছেন তিনি।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা তাকবিরের মা আফরোজা ইসলামের করা মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত