Ajker Patrika

পুঠিয়ায় এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৪
পুঠিয়ায় এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ঋণগ্রহীতা এক নারীকে ওই সংস্থার এক কর্মকর্তা ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার সকালে ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত ব্যক্তির নাম কামেল উদ্দীন (৪৫)। তিনি উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) নামক এনজিওর পুঠিয়া উপজেলা শাখার কর্মকর্তা।

ভুক্তভোগী ওই নারী বলেন, তিনি ইউডিপিএসের সদস্য। গত বছর একটা ঋণ নেন তিনি। কিন্তু সময়মতো ওই ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন তিনি। শুক্রবার রাত ১০টার দিকে ঋণ আদায়ের বিষয়ে আলোচনা আছে বলে কামেল উদ্দীন তাঁদের বাড়িতে আসেন। তাঁর স্বামী তখনো কাজ থেকে ফেরেননি। এ সুযোগে ওই এনজিও কর্মকর্তা প্রথমে তাঁকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করা হয় তাঁকে।

তবে কামেল উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই নারী দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি পরিশোধ করেননি। বকেয়া ঋণ আদায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত শুক্রবার বিকেলে আমিসহ অফিসের কয়েকজন স্টাফ ওই নারীর বাড়িতে যাই। সে সময় ওই নারী আমাদের ঋণের কিস্তি না দিয়ে অপমান করে তাড়িয়ে দেন। এখন শুনছি আমার নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত