Ajker Patrika

তাঁতশ্রমিক থেকে উদ্যোক্তা মাশরুমে সফলতা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৫২
তাঁতশ্রমিক থেকে উদ্যোক্তা মাশরুমে সফলতা

সাদ্দাম হোসেন। পেশায় একজন তাঁতশ্রমিক। বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামে। প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করে অল্প সময়ে সফলতার মুখ দেখেছেন।

সাদ্দাম হোসেন প্রায় তিন মাস আগে ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে দুই দিনের প্রশিক্ষণ নিয়েছেন। এরপর তাঁর ঘরের মধ্যে আধা শতাংশ জায়গায় ৩০০টি স্পন (বীজ) নিয়ে গড়ে তোলেন মাশরুমের খামার। খামার করতে সব মিলিয়ে তাঁর খরচ হয় ১০ হাজার টাকা।

দেড় মাস আগে থেকে তিনি মাশরুম বিক্রি শুরু করেছেন। দেড় মাসে তাঁর খরচ বাদে লাভ হয়েছে ১৪ হাজার টাকা। তিনি উপজেলার শাহজাহান আলীর ছেলে।

উদ্যোক্তা সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় তিন মাস আগে দুই দিনের প্রশিক্ষণ নিয়ে ১০ হাজার টাকা খরচ করে দেড় মাসে আমি ২৪ হাজার টাকার মাশরুম বিক্রি করেছি। প্রতি কেজি মাশরুম ৩৫০ টাকা কেজিতে বিক্রি করছি। মাশরুম চাষ করে ভাগ্য পরিবর্তন করতে পারব বলে আশাবাদী।’ বেকার যুবকদের ঘরে বসে না থেকে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজি দিয়ে মাশরুম চাষের আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত আজকের পত্রিকাকে বলেন, মাশরুম চাষে আগ্রহী ব্যক্তি কৃষি অফিস থেকে প্রত্যয়ন নিয়ে সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। কেউ প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে চাইলে ব্যাংক ঋণও নিতে পারবেন। উপজেলায় সাদ্দামসহ দুজন মাশরুমচাষি আছেন। তাঁদের মাশরুম চাষে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত