দিনবদলে কৃষক মাঠ স্কুল
বই, খাতা, কলম বা পেনসিল ছাড়াই চলছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে পাঠদান দেওয়া হচ্ছে কিষান-কিষানিদের। এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কৃষক মাঠ স্কুল। এ স্কুলের অধিকাংশ শিক্ষার্থী নিরক্ষর। তবে এই স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তি খেতে প্রয়োগ করে চারঘাট উপজেলার অনেক কিষান-কিষানির দিনবদলে সুদিন ফিরেছে।