জন্মভূমিতে খেলতে সন্তান জন্মের মুহূর্তে থাকছেন না খাজা
২৪ বছর পর আগামী মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। এই সফরে দুই টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এই সফর। টেস্ট সিরিজের জন্য এর মধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার উসমান খাজা।