Ajker Patrika

শঙ্কার কালো মেঘ কাটিয়ে অবশেষে পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৮
শঙ্কার কালো মেঘ কাটিয়ে অবশেষে পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া

সাম্প্রতিক সময়ে লাহোরে বোমা হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছিল, নিরাপত্তার কারণে বেশ কজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন। তবে অজিদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, বেশির ভাগ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই। 

সফরসূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। ৩ মার্চ থেকে করাচিতে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে হবে সেটি। ১২ মার্চ দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডির বদলে হবে করাচিতে। ২১ মার্চ শেষ টেস্ট অবশ্য আগের সূচি অনুযায়ী লাহোরের মাঠেই গড়াবে। মার্চের শেষ দিকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিনটি ওয়ানডেই হবে রাওয়ালপিন্ডিতে, যেগুলো লাহোরে হওয়ার কথা ছিল। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টিও রাওয়ালপিন্ডিতে হবে। 

১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি দুই দেশের সরকারকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘২৪ বছর পর প্রথমবার সফরটি নিশ্চিত করার জন্য আমি দুই দেশের সরকারকে ধন্যবাদ জানাতে চাই।’ 

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও কোচিং স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন হকলি। বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং খেলোয়াড়, কোচ, স্টাফ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের ধন্যবাদ জানাতে চাই সফর আয়োজনে সহযোগিতার জন্য। আমরা দুটি বিশ্বমানের দলের মধ্যে উত্তেজনাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত