Ajker Patrika

ওয়ার্নের মৃত্যুর খবর যেভাবে পেয়েছিলেন কামিন্সরা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৪: ৫০
ওয়ার্নের মৃত্যুর খবর যেভাবে পেয়েছিলেন কামিন্সরা

২৪ বছর পর পাকিস্তানে খেলতে গিয়ে রডনি মার্শের মৃত্যুর খবর শুনে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই শোক কাটিয়ে ওঠার আগেই গতকাল দ্বিতীয় দিন স্টিভ স্মিথ-প্যাট কামিন্সরা মাঠে নামলেন আরেক কিংবদন্তি শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুর খবর মাথায় নিয়ে। 

স্বদেশি দুই কিংবদন্তির মৃত্যুতে কঠিন সময়ই পার করছে অজিরা। পাকিস্তানে ওয়ার্নের মৃত্যুর হৃদয়বিদারক খবরটা সবার আগে ডেভিড ওয়ার্নারের কানে আসে। সঙ্গে সঙ্গে তা সতীর্থদের জানিয়ে দেন। কীভাবে ওয়ার্নার সেই খবর দিয়েছিলেন, জানিয়েছেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ফ্যালজোন। 

ফ্যালজোন বলেছেন, ‘ওয়ার্নার আমাকে বার্তা পাঠিয়ে জানায়, ও ওয়ার্নের ম্যানেজারের কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পেয়েছে। সঙ্গে সঙ্গে বাকিদের জানায়। প্রথমে রডনি মার্শ, এবার ওয়ার্ন। পাকিস্তানের বিপক্ষে সারা দিন খেলার পর হোটেলে ফিরে এ রকম একটা খবর খুবই দুর্ভাগ্যজনক।’ 

ওয়ার্নের মৃত্যুর খবর সবার আগে জানিয়েছিল অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস। সেই সংবাদমাধ্যমেই তাঁর শেষ সময়ের কথাগুলো বলেছেন দীর্ঘদিনের ম্যানেজার জেমন এর্সকিন। তাঁকে প্রথমে ফোন কল করেছিলেন ওয়ার্নের প্রামাণ্যচিত্রের নির্মাতা ও বন্ধু অ্যান্ড্রু নিওফিতো। তিনি ওয়ার্নের সঙ্গে থাইল্যান্ডেই ছিলেন। 

ওয়ার্নের মৃত্যুর বর্ণনা তাঁর ম্যানেজার এর্সকিন দিয়েছেন এভাবে—রাত ১০টা ৩৭ মিনিটের (শুক্রবার অস্ট্রেলিয়ার সময়) দিকে নিওফিতো আমাকে ফোন করেছিল। তারা বিকেল ৫টার দিকে পানীয় পানের সময় ঠিক করে রেখেছিল। দেরি হওয়ায় সোয়া ৫টায় নিওফিতো ওয়ার্নের দরজায় নক করে। কারণ, ওয়ার্ন সব সময় সময়ের ব্যাপারে সচেতন ছিল। 

এরপর ওয়ার্নারের কোনো সাড়াশব্দ না পেয়ে নিওফিতো বুঝতে পারেন কোনো সমস্যা হয়েছে। এর্সকিন বলছিলেন, সঙ্গে সঙ্গে তিনি (নিওফিতো) রুমে ঢুকে দেখেন ওয়ার্ন লুটিয়ে পড়ে আছেন। তিনি ওয়ার্নকে ঘুরিয়ে মুখে মুখ লাগিয়ে সিপিআর দিতে শুরু করেন। এমনটা প্রায় ২০ মিনিট ধরে চলছিল। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে ওয়ার্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলো থেকে হাসপাতাল ২০ মিনিটের পথ। প্রায় ৪৫ মিনিট পর আমি আবার ফোন পাই। ততক্ষণে সব শেষ। ওয়ার্নকে মৃত ঘোষণা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত