Ajker Patrika

জন্মভূমিতে খেলতে সন্তান জন্মের মুহূর্তে থাকছেন না খাজা 

জন্মভূমিতে খেলতে সন্তান জন্মের মুহূর্তে থাকছেন না খাজা 

২৪ বছর পর আগামী মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। এই সফরে দুই টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এই সফর। টেস্ট সিরিজের জন্য এর মধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার উসমান খাজা। 

পাকিস্তানের বিপক্ষে খেলতে ওই সময় অন্তঃসত্ত্বা স্ত্রীর পাঁশে থাকা হবে না খাজার। সিরিজটি সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ব্যাটার। ব্রিসবেনে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিরিজ নিয়ে নিজের ভাবনা এবং সন্তানসম্ভবা স্ত্রীর পাঁশে থাকতে না পারার বিষয়টি জানান খাজা। 

জন্মভূমিতে খেলতে পারাকে বিশেষ কিছু মনে করছেন খাজা। এ জন্য স্ত্রীকে পাশে পেয়েছেন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটার, ‘সে (স্ত্রী র‍্যাচেল ম্যাকলিলান) ব্যাপারগুলো খুবই ভালো বুঝে। সে জানে আমি খেলাটা কতটা ভালোবাসি। সিরিজটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সে খুবই সহায়তা প্রবণ মানসিকতার এবং জানে আমি যে অবস্থায় থাকি না কেন তাকে সমর্থন দেব।’ 

ওই সময় স্ত্রীর পাশে থাকতে না পারলে করণীয় ঠিক করে রাখার কথা জানিয়েছেন খাজা। কোনো কারণে টেস্টের মাঝে কিছু হয়ে গেলে সে বিষয়েও দুজন আগে থেকে আলোচনা করে নিয়েছেন। পাকিস্তানে খেলতে উন্মুখ হয়ে আছেন খাজা। তিনি বলেছেন, ‘করাচিতে আমার পরিবারের অনেক মানুষজন আছে। আমার জন্ম সেখানে। সেখানে খেলাটা দারুণ ব্যাপার হবে। আমি মনে করি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্যও ভালো কিছুই হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত