পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরুর আগে শাহিন আফ্রিদিকে অধিনায়কত্ব নিতে নিষেধ করেছিলেন শহীদ আফ্রিদি। বয়সে তরুণ হওয়ায় জামাই শাহিনকে নেতৃত্ব ভার না নিতে পরামর্শ দিয়েছিলেন শ্বশুর শহীদ। তবে তাঁর কথা অগ্রাহ্য করে লাহোর কালান্দার্সের অধিনায়ক হন শাহিন।
গতকাল তো শ্বশুরকে ভুল প্রমাণ করে ছেড়েছেন শাহিন। প্রথমবার পিএসএল শিরোপা জিতে গড়েছেন অনন্য রেকর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তিনি। ভেঙেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে স্টিভ স্মিথের রেকর্ড। ২০১২ সালে সিডনি সিক্সার্সকে শিরোপা জিতিয়েছিলেন স্মিথ। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। শাহিন লাহোরকে শিরোপা জেতালেন ২১ বছর বয়সে। সঙ্গে ২০ উইকেট নিয়ে হয়েছেন আসরের সেরা বোলার।
অথচ পিএসএলের আগের ছয় আসরের পাঁচটিতেই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল লাহোর। একবার প্লে-অফ খেলে উঠেছিল ফাইনালেও। তবে শিরোপা জিততে পারেনি।
এবার শিরোপা জিতে শাহিন সে কথা মনে করিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য অনন্য অর্জন। এটার জন্য ৭ বছর অপেক্ষা করেছি। লাহোরের সমর্থকদের ধন্যবাদ দিতে হবে। আমি অনেক সমর্থন পেয়েছি। মোহাম্মদ হাফিজ চাপের মুখে আমাকে সহায়তা করেছেন। দল হিসেবে যে লড়াই আমরা করেছি, তা আসলেই দুর্দান্ত।’
গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ফাইনালে আগে ব্যাটিং করে ১৮০ রান তোলে লাহোর। জবাবে মুলতান সুলতানস গুটিয়ে যায় ১৩৮ রানে।
কম বয়সী অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ জয়
অধিনায়ক দল বয়স (বছর)
শাহিন আফ্রিদি লাহোর কালান্দার্স ২১
স্টিভ স্মিথ সিডনি সিক্সার্স ২২
রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস ২৬
পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরুর আগে শাহিন আফ্রিদিকে অধিনায়কত্ব নিতে নিষেধ করেছিলেন শহীদ আফ্রিদি। বয়সে তরুণ হওয়ায় জামাই শাহিনকে নেতৃত্ব ভার না নিতে পরামর্শ দিয়েছিলেন শ্বশুর শহীদ। তবে তাঁর কথা অগ্রাহ্য করে লাহোর কালান্দার্সের অধিনায়ক হন শাহিন।
গতকাল তো শ্বশুরকে ভুল প্রমাণ করে ছেড়েছেন শাহিন। প্রথমবার পিএসএল শিরোপা জিতে গড়েছেন অনন্য রেকর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তিনি। ভেঙেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে স্টিভ স্মিথের রেকর্ড। ২০১২ সালে সিডনি সিক্সার্সকে শিরোপা জিতিয়েছিলেন স্মিথ। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। শাহিন লাহোরকে শিরোপা জেতালেন ২১ বছর বয়সে। সঙ্গে ২০ উইকেট নিয়ে হয়েছেন আসরের সেরা বোলার।
অথচ পিএসএলের আগের ছয় আসরের পাঁচটিতেই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল লাহোর। একবার প্লে-অফ খেলে উঠেছিল ফাইনালেও। তবে শিরোপা জিততে পারেনি।
এবার শিরোপা জিতে শাহিন সে কথা মনে করিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য অনন্য অর্জন। এটার জন্য ৭ বছর অপেক্ষা করেছি। লাহোরের সমর্থকদের ধন্যবাদ দিতে হবে। আমি অনেক সমর্থন পেয়েছি। মোহাম্মদ হাফিজ চাপের মুখে আমাকে সহায়তা করেছেন। দল হিসেবে যে লড়াই আমরা করেছি, তা আসলেই দুর্দান্ত।’
গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ফাইনালে আগে ব্যাটিং করে ১৮০ রান তোলে লাহোর। জবাবে মুলতান সুলতানস গুটিয়ে যায় ১৩৮ রানে।
কম বয়সী অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ জয়
অধিনায়ক দল বয়স (বছর)
শাহিন আফ্রিদি লাহোর কালান্দার্স ২১
স্টিভ স্মিথ সিডনি সিক্সার্স ২২
রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস ২৬
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৫ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৬ ঘণ্টা আগে