Ajker Patrika

ওয়ার্নার-কামিন্সদের ছাড়াই পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৪
ওয়ার্নার-কামিন্সদের ছাড়াই পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া

দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে তিন সংস্করণের ক্রিকেটই খেলবে অজিরা। তিন টেস্ট আর তিন ওয়ানডের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। 

সেরা তারকাদের নিয়ে আগেই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে বড় তারকাদের ছাড়াই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৬ সদস্যের দলে নেই ওপেনার ডেভিড ওয়ার্নার ও টেস্ট দলের অধিনায়ক পেট কামিন্স। নেই মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের মতো দুই তারকা পেসার। 

সাদা বলের ক্রিকেটের দুই সিরিজের দলে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের নায়ক ম্যাথু ওয়েডও। আর বিয়ের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছুটিতে আছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিন পেসার কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডের জায়গায় ১৬ সদস্যের দলে সুযোগ দেওয়া হয়েছে—শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ ও নাথান এলিস। 
 
উইকেটকিপার ব্যাটার ওয়েড দলে না থাকায় ২০১৮ সালের পর আবারও ওয়ানডে খেলার সুযোগ পেতে যাচ্ছেন ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ে আলো ছড়ানো জশ ইংলিস প্রথমবারের মতো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। 

২০২০ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছেন পাকিস্তান সিরিজে। আগামী ২৯ মার্চ রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম ওয়ানডে। ৩১ মার্চ ও ২ এপ্রিল সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে একই ভেন্যুতে। আগামী ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টিও হবে সেখানে। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: 
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত