Ajker Patrika

পিএসএল শেষ আমিরের, অবৈধ অ্যাকশনে নিষিদ্ধ হাসনাইন

পিএসএল শেষ আমিরের, অবৈধ অ্যাকশনে নিষিদ্ধ হাসনাইন

চোটে পড়ে পিএসএল শেষ হয়ে গেছে মোহাম্মদ আমিরের। চোটের কারণে অবশ্য টুর্নামেন্টে এখনো মাঠে নামা হয়নি তাঁর। সাইড স্ট্রেইনের চোটে ভুগছিলেন ২৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সেই চোট কাটিয়ে ওঠার পথে নতুন করে পিঠের ব্যথা জেঁকে ধরে আমিরকে। আর তাতে টুর্নামেন্টই শেষ হয়ে গেছে তাঁর। 

এবারের পিএসএলে খুব একটা ভালো অবস্থায় নেই আমিরের দল করাচি কিংস। তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি দলটি। আমিরের সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন করাচি কিংসের আরেক পেসার মোহাম্মদ ইলিয়াস। এখন পর্যন্ত করাচির কিংসের তিন ম্যাচেই একাদশে ছিলেন তিনি। লাহোর কালান্দার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কাঁধের চোটে পড়েন ইলিয়াস। ইলিয়াসের জায়গায় উসমান শিনওয়ারিকে দলে ভিড়িয়েছে দলটি। 

অন্যদিকে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আরেক পাকিস্তান পেসার মোহাম্মদ হাসনাইনের। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের এই তরুণ পেসার। এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন হাসনাইন। হাসনাইনের অ্যাকশনে প্রথম ত্রুটি ধরা পড়ে বিগ ব্যাশে। সেখানে তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তোলেন আম্পায়াররা। সিডনি থান্ডার্সের হয়ে এ মৌসুমে খেলতে গিয়েছিলেন ২১ বছর বয়সী এই পেসার। 
 
লাহোরের ম্যানেজমেন্ট বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অ্যাকশনের পরীক্ষা দেন হাসনাইন। বেশ কিছু পরীক্ষার পর তাঁর অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে আইসিসি। আজ এক বিবৃতিতে হাসনাইনের বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্ট প্রকাশ করে আইসিসি। আইসিসির নিয়মানুযায়ী ১৫ শতাংশেরও বেশি হাত বাঁকানোর কারণে নিষিদ্ধ হয়েছেন তিনি। পাকিস্তান জার্সিতে ১৮ টি-টোয়েন্টি খেলা হাসনাইনের উইকেট নিয়েছেন ১৭টি। ৮ ওয়ানডেতে তাঁর উইকেট ৮ টি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত