Ajker Patrika

পাকিস্তানি ডাল-রুটির স্বাদ নিচ্ছেন লাবুশেন

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ২১
পাকিস্তানি ডাল-রুটির স্বাদ নিচ্ছেন লাবুশেন

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মারনাস লাবুশেনের পরিচয় পাকিস্তানের বিপক্ষেই। ২০১৮ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। তবে পাকিস্তানে তাঁর কখনো খেলা হয়নি। হবে কী করে? গত ২৪ বছরে যে পাকিস্তানে কোনো সফরই করেনি অস্ট্রেলিয়া।

প্রথমবার পাকিস্তানে খেলতে গিয়ে সেখানকার খাবারের স্বাদে মজেছেন লাবুশেন, বিশেষ করে ডাল-রুটি। আজ করাচিতে শুরু হয়েছে দুই দলের তিন টেস্ট সিরিজের দ্বিতীয়টি। করাচি টেস্টের আগে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেই অভিজ্ঞতার কথা জানালেন নিজেই।

দুপুরের খাবারেও ডাল-রুটি খাচ্ছেন জানিয়ে লাবুশেন লেখেন, ‘দুপুরের খাবারেও ডাল আর রুটি। সুস্বাদু।’ লম্বা সময় পর পাকিস্তানে এসে সফরটা উপভোগের চেষ্টা করছেন অজি ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে উপভোগের চিত্রগুলো দেখাতে একদমই ভুল করছেন না তাঁরা। 

সেটারই একটা ছাপ দেখা গেল লাবুশেনের পোস্টে। মাঠের বাইরের সঙ্গে মাঠেও একদম খারাপ সময় পার করছে না অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ড্র করেছে অজিরা। তবে পিন্ডির উইকেট নিয়ে অবশ্য ম্যাচের প্রথম দিন থেকে সমালোচনার অন্ত ছিল না। অজি পেসারদের নিষ্ক্রিয় রাখতে মরা উইকেট বানিয়ে শেষ পর্যন্ত পড়তে হয়েছে জরিমানার মুখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত