২৪ বছর পর দারুণ রোমাঞ্চ নিয়ে পাকিস্তানে খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সেই রোমাঞ্চ শেষ পর্যন্ত আর থাকেনি। মরা উইকেটে পাঁচ দিন খেলে ড্র করে দুই দল। উইকেটে বোলাররা কোনো সুবিধাই করতে পারেননি। ম্যাচ শেষে তাই সমালোচনার মুখে পড়ে রাওয়ালপিন্ডির উইকেট।
তবে পিন্ডির এমন মরা উইকেটের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা। রমিজ বলেছেন, গতি ও বাউন্সি উইকেট বানিয়ে তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে ছেড়ে দিতে চাননি।
রাওয়ালপিন্ডিতে পাঁচ দিনে সব মিলিয়ে রান হয়েছে ১ হাজার ১৮৭, আর উইকেট পড়েছে ১৪টি। আর বোলাররা বল করেছেন ৩৭৯.১ ওভার। তবে পাকিস্তানি বোলারদের চেয়ে বেশি খারাপ সময় গেছে অস্ট্রেলিয়ান বোলারদের।
দুই ইনিংসে অস্ট্রেলিয়ার বোলাররা বল করেছেন ২৩৯ ওভার। এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং গড় ২৩৮.৩৩, যা কিনা টেস্ট ক্রিকেট কোনো দলের দ্বিতীয় খারাপ গড় (ন্যূনতম ১২০০ বল করা ম্যাচে)।
কেন এমন উইকেট বানালেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে রমিজ বলেন, ‘আমি হতাশা বুঝতে পারি। ফল হয়তো আরও ভালো হতে পারত। কিন্তু এটা তিন ম্যাচের সিরিজ। এখনো অনেক অনেক ক্রিকেট বাকি আছে। শুধু মাত্র এ জন্য আমরা গতিময় ও বাউন্সি উইকেট বানাইনি। আমরা অস্ট্রেলিয়ার হাতে খেলা ছেড়ে দিতে চাইনি।’
পাশাপাশি নিজেদের শক্তি বিবেচনায় রেখে উইকেট বানানোর কথাও বলেন রমিজ। শুধু রমিজই নন, রাওয়ালপিন্ডিতে মরা উইকেট বানানোর অনুরোধ জানিয়েছিলেন প্রধান কোচ সাকলায়েন মুশতাক ও অধিনায়ক বাবর আজমও। অনভিজ্ঞ ওপেনার এবং অস্ট্রেলিয়ার পেসারদের সামলাতে না পেরে হেরে যাওয়ার ভয় থেকেই নাকি এমন অনুরোধ করেছিলেন বাবররা।
২৪ বছর পর দারুণ রোমাঞ্চ নিয়ে পাকিস্তানে খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সেই রোমাঞ্চ শেষ পর্যন্ত আর থাকেনি। মরা উইকেটে পাঁচ দিন খেলে ড্র করে দুই দল। উইকেটে বোলাররা কোনো সুবিধাই করতে পারেননি। ম্যাচ শেষে তাই সমালোচনার মুখে পড়ে রাওয়ালপিন্ডির উইকেট।
তবে পিন্ডির এমন মরা উইকেটের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা। রমিজ বলেছেন, গতি ও বাউন্সি উইকেট বানিয়ে তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে ছেড়ে দিতে চাননি।
রাওয়ালপিন্ডিতে পাঁচ দিনে সব মিলিয়ে রান হয়েছে ১ হাজার ১৮৭, আর উইকেট পড়েছে ১৪টি। আর বোলাররা বল করেছেন ৩৭৯.১ ওভার। তবে পাকিস্তানি বোলারদের চেয়ে বেশি খারাপ সময় গেছে অস্ট্রেলিয়ান বোলারদের।
দুই ইনিংসে অস্ট্রেলিয়ার বোলাররা বল করেছেন ২৩৯ ওভার। এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং গড় ২৩৮.৩৩, যা কিনা টেস্ট ক্রিকেট কোনো দলের দ্বিতীয় খারাপ গড় (ন্যূনতম ১২০০ বল করা ম্যাচে)।
কেন এমন উইকেট বানালেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে রমিজ বলেন, ‘আমি হতাশা বুঝতে পারি। ফল হয়তো আরও ভালো হতে পারত। কিন্তু এটা তিন ম্যাচের সিরিজ। এখনো অনেক অনেক ক্রিকেট বাকি আছে। শুধু মাত্র এ জন্য আমরা গতিময় ও বাউন্সি উইকেট বানাইনি। আমরা অস্ট্রেলিয়ার হাতে খেলা ছেড়ে দিতে চাইনি।’
পাশাপাশি নিজেদের শক্তি বিবেচনায় রেখে উইকেট বানানোর কথাও বলেন রমিজ। শুধু রমিজই নন, রাওয়ালপিন্ডিতে মরা উইকেট বানানোর অনুরোধ জানিয়েছিলেন প্রধান কোচ সাকলায়েন মুশতাক ও অধিনায়ক বাবর আজমও। অনভিজ্ঞ ওপেনার এবং অস্ট্রেলিয়ার পেসারদের সামলাতে না পেরে হেরে যাওয়ার ভয় থেকেই নাকি এমন অনুরোধ করেছিলেন বাবররা।
বড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
৮ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
১০ ঘণ্টা আগেবড় বড় দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশাই জিতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছে রশিদ খান-মোহাম্মদ নবিরা। সে হিসেবে হংকং তাদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে জয়ের জন্য বড় লক্ষ্যই দিয়েছে আফগানরা।
১০ ঘণ্টা আগেকাঠমান্ডুতে উৎকণ্ঠা নিয়ে সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। আজ দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হোটেল থেকে বিমানবন্দরেই যেতে পারেননি জামাল-তপুরা। ফ্লাইটও বাতিল করা হয়।
১৪ ঘণ্টা আগে