রাত পোহালেই অস্কার
গোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে...