বিনোদন ডেস্ক
ভারতীয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ওয়েব সিরিজের নিয়মিত দর্শক। সম্প্রতি দেখা শেষ করেছেন ‘দ্য স্টুডিও’ ও ‘ব্ল্যাক মিরর’। দুটি সিরিজই দারুণ উপভোগ করেছেন তিনি। স্যাটায়ার ও সায়েন্স ফিকশনের ভক্ত যাঁরা, তাঁদের সিরিজ দুটি দেখার পরামর্শ দিয়েছেন ফারাহ।
দ্য স্টুডিও
একটি হলিউড স্টুডিওর অন্দরের গল্প। স্টুডিওটির প্রধানের চাকরি নিয়ে এসেছে ম্যাট রেমিক। নিজেকে সিনেমাপ্রেমী হিসেবে দাবি করে সে। ভালো সিনেমা নির্মাণের স্বপ্ন তার, কিন্তু বর্তমানের করপোরেট চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে ভালো সিনেমা নির্মাণের স্বপ্ন বারবার ধাক্কা খায়। স্যাটায়ারধর্মী সিরিজটি অ্যাপল টিভি প্লাসে প্রকাশ পেয়েছে গত মার্চে। জনপ্রিয়ও হয়েছে, যে কারণে এরই মধ্যে দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা এসেছে। এই সিরিজের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, প্রতি পর্বে একাধিক জনপ্রিয় তারকা অতিথি চরিত্রে অভিনয় করেছেন। দ্য স্টুডিও সিরিজটি নিয়ে ফারাহ বলেন, ‘একটি সিনেমা নির্মাণের পেছনে যে পাগলামি থাকে, যে অদ্ভুত সব কাণ্ড ঘটে; তা দেখানো হয়েছে সিরিজে। মার্টিন স্করসেসির মতো বিখ্যাত সব মানুষের কমেডিও ভালো লাগবে সবার।’
ব্ল্যাক মিরর
নেটফ্লিক্সের বহুল আলোচিত সায়েন্স ফিকশন সিরিজ। অদূর ভবিষ্যতের বিজ্ঞানের অগ্রগতি গল্পের মূল বিষয়। এই ব্রিটিশ সিরিজের প্রতি সিজনে দেখানো হয় প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্কের অন্ধকার দিকটি। বেদনাদায়ক ফল দেখিয়ে শেষ হয় প্রতিটি সিজন। ২০১১ সালে চ্যানেল ফোরে প্রথম প্রচারিত হয় ব্ল্যাক মিরর, নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে ২০১৬ সাল থেকে। এটি এত জনপ্রিয়তা পেয়েছে যে এ পর্যন্ত তৈরি হয়েছে সাতটি সিজন। সর্বশেষ সিজনটি এসেছে গত এপ্রিলে। ব্ল্যাক মিরর নিয়ে ফারাহ বলেন, ‘এর সপ্তম সিজনও যথারীতি দারুণ লেগেছে। ব্ল্যাক মিরর দেখার সময় এতটা খারাপ লাগে যে প্রতি দুই পর্ব পরপর বিরতি নিতে হয়। আমি অবাক হয়ে ভাবি, এমন দুর্দান্ত একটা সিরিজের চিত্রনাট্য কীভাবে লেখা সম্ভব!’
ভারতীয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ওয়েব সিরিজের নিয়মিত দর্শক। সম্প্রতি দেখা শেষ করেছেন ‘দ্য স্টুডিও’ ও ‘ব্ল্যাক মিরর’। দুটি সিরিজই দারুণ উপভোগ করেছেন তিনি। স্যাটায়ার ও সায়েন্স ফিকশনের ভক্ত যাঁরা, তাঁদের সিরিজ দুটি দেখার পরামর্শ দিয়েছেন ফারাহ।
দ্য স্টুডিও
একটি হলিউড স্টুডিওর অন্দরের গল্প। স্টুডিওটির প্রধানের চাকরি নিয়ে এসেছে ম্যাট রেমিক। নিজেকে সিনেমাপ্রেমী হিসেবে দাবি করে সে। ভালো সিনেমা নির্মাণের স্বপ্ন তার, কিন্তু বর্তমানের করপোরেট চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে ভালো সিনেমা নির্মাণের স্বপ্ন বারবার ধাক্কা খায়। স্যাটায়ারধর্মী সিরিজটি অ্যাপল টিভি প্লাসে প্রকাশ পেয়েছে গত মার্চে। জনপ্রিয়ও হয়েছে, যে কারণে এরই মধ্যে দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা এসেছে। এই সিরিজের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, প্রতি পর্বে একাধিক জনপ্রিয় তারকা অতিথি চরিত্রে অভিনয় করেছেন। দ্য স্টুডিও সিরিজটি নিয়ে ফারাহ বলেন, ‘একটি সিনেমা নির্মাণের পেছনে যে পাগলামি থাকে, যে অদ্ভুত সব কাণ্ড ঘটে; তা দেখানো হয়েছে সিরিজে। মার্টিন স্করসেসির মতো বিখ্যাত সব মানুষের কমেডিও ভালো লাগবে সবার।’
ব্ল্যাক মিরর
নেটফ্লিক্সের বহুল আলোচিত সায়েন্স ফিকশন সিরিজ। অদূর ভবিষ্যতের বিজ্ঞানের অগ্রগতি গল্পের মূল বিষয়। এই ব্রিটিশ সিরিজের প্রতি সিজনে দেখানো হয় প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্কের অন্ধকার দিকটি। বেদনাদায়ক ফল দেখিয়ে শেষ হয় প্রতিটি সিজন। ২০১১ সালে চ্যানেল ফোরে প্রথম প্রচারিত হয় ব্ল্যাক মিরর, নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে ২০১৬ সাল থেকে। এটি এত জনপ্রিয়তা পেয়েছে যে এ পর্যন্ত তৈরি হয়েছে সাতটি সিজন। সর্বশেষ সিজনটি এসেছে গত এপ্রিলে। ব্ল্যাক মিরর নিয়ে ফারাহ বলেন, ‘এর সপ্তম সিজনও যথারীতি দারুণ লেগেছে। ব্ল্যাক মিরর দেখার সময় এতটা খারাপ লাগে যে প্রতি দুই পর্ব পরপর বিরতি নিতে হয়। আমি অবাক হয়ে ভাবি, এমন দুর্দান্ত একটা সিরিজের চিত্রনাট্য কীভাবে লেখা সম্ভব!’
অনুদানের সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে। এখন কোন পর্যায়ে রয়েছে ‘রূহের কাফেলা’ সিনেমার কাজ? সিনেমার চূড়ান্ত চিত্রনাট্যের কাজ শেষের দিকে। লোকেশন বাছাই, অভিনয়শিল্পী নির্বাচনের কাজগুলো শেষ করে যত দ্রুত সম্ভব শুটিংয়ে যেতে চাই।
১৮ ঘণ্টা আগেআবারও হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইলেন আতিয়া আনিসা। গতকাল হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘তোর আদরে’ শিরোনামের নতুন গানটি। অমিতা কর্মকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ। নতুন এই গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে তোর আদরে গানটি নিয়ে...
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগেপুনের আদালতে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জলি এলএলবি ৩ সিনেমায় বিচারব্যবস্থাকে উপহাস করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মান করা হয়েছে।
১ দিন আগে