বিনোদন ডেস্ক
জিসু, জেনি, রোজে ও লিসা—চার সদস্যের দল ‘ব্ল্যাকপিঙ্ক’। দক্ষিণ কোরিয়ার এ নারী ব্যান্ডের শুরু ২০১৬ সালে। মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাদের গান। ব্ল্যাকপিঙ্কের কনসার্ট ঘিরে বাড়তে থাকে ভক্তদের উন্মাদনা। তাদের ‘দ্য অ্যালবাম’ ও ‘বর্ন পিঙ্ক’ অ্যালবামের গানগুলো উঠে আসে বিলবোর্ডের টপলিস্টে। সর্বকালের সেরা জনপ্রিয় নারী ব্যান্ডের স্বীকৃতি পায় ব্ল্যাকপিঙ্ক।
২০২২ সালের সেপ্টেম্বরে বর্ন পিঙ্ক অ্যালবাম প্রকাশের পর থেমে যায় ব্ল্যাকপিঙ্কের যাত্রা। যে সংস্থার মাধ্যমে ব্যান্ডটি পরিচালিত হয়, সেই ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি নবায়ন করেননি ব্যান্ডটির চার সদস্য জিসু, জেনি, রোজে ও লিসা। ওই সময় সদস্যরা জানিয়েছিলেন, ব্যান্ডের কার্যক্রম কিছুটা সময়ের জন্য স্থগিত রেখে একক ক্যারিয়ারে মন দিতে চান তাঁরা।
অবশেষে দুই বছর আট মাস পর ফিরছে ব্ল্যাকপিঙ্ক। ৫ জুলাই থেকে শুরু হচ্ছে ব্যান্ডটির ওয়ার্ল্ড ট্যুর। ‘ডেডলাইন’ নামের এ সংগীতসফরে ২০২৫ ও ২০২৬ সালজুড়ে এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন শহরে ৩১টি কনসার্টে পারফর্ম করবেন জিসু, জেনি, রোজে ও লিসা। ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ৫ জুলাই খোয়াং স্পোর্টস কমপ্লেক্সে ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের উদ্বোধনী রাতে প্রকাশ করা হবে ব্ল্যাকপিঙ্কের নতুন গান।
তবে গানটির শিরোনাম কিংবা মুক্তির তারিখ এখনো জানায়নি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় নির্মাতা। ওয়াইজি এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক ইয়াং হিয়োন সক বলেন, ‘ব্ল্যাকপিঙ্কের প্রত্যাবর্তন কীভাবে হতে পারে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে ডেডলাইন ট্যুরের প্রথম রাতেই নতুন গানের প্রিমিয়ার হবে মঞ্চে। সেখানেই ব্ল্যাকপিঙ্কের ভক্তদের সঙ্গে আবার মিলিত হব আমরা। নতুন গানটি প্রকাশের তারিখ শিগগিরই জানানো হবে।’
প্রায় তিন বছর ধরে ব্ল্যাকপিঙ্কের কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে একক ক্যারিয়ার নিয়ে দাপিয়ে বেড়িয়েছেন জিসু, জেনি, রোজে ও লিসা। গত বছরের ডিসেম্বরে নিজের দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ করেছেন রোজে। ‘আপাতে’, ‘নাম্বার ওয়ান গার্ল’, ‘টক্সিক টিল দ্য এন্ড’সহ তাঁর কয়েকটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত মার্চে জেনি প্রকাশ করেছেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘রুবি’। ‘হোয়েন আই অ্যাম উইথ ইউ’সহ বেশ কিছু গান প্রকাশ করেছেন লিসা। আর গান ও অভিনয় নিয়ে আলোচনায় আছেন ব্ল্যাকপিঙ্কের আরেক সদস্য জিসু। প্রাইম ভিডিওর হরর কমেডি সিরিজ ‘নিউটোপিয়া’য় দেখা গেছে তাঁকে।
জিসু, জেনি, রোজে ও লিসা—চার সদস্যের দল ‘ব্ল্যাকপিঙ্ক’। দক্ষিণ কোরিয়ার এ নারী ব্যান্ডের শুরু ২০১৬ সালে। মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাদের গান। ব্ল্যাকপিঙ্কের কনসার্ট ঘিরে বাড়তে থাকে ভক্তদের উন্মাদনা। তাদের ‘দ্য অ্যালবাম’ ও ‘বর্ন পিঙ্ক’ অ্যালবামের গানগুলো উঠে আসে বিলবোর্ডের টপলিস্টে। সর্বকালের সেরা জনপ্রিয় নারী ব্যান্ডের স্বীকৃতি পায় ব্ল্যাকপিঙ্ক।
২০২২ সালের সেপ্টেম্বরে বর্ন পিঙ্ক অ্যালবাম প্রকাশের পর থেমে যায় ব্ল্যাকপিঙ্কের যাত্রা। যে সংস্থার মাধ্যমে ব্যান্ডটি পরিচালিত হয়, সেই ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি নবায়ন করেননি ব্যান্ডটির চার সদস্য জিসু, জেনি, রোজে ও লিসা। ওই সময় সদস্যরা জানিয়েছিলেন, ব্যান্ডের কার্যক্রম কিছুটা সময়ের জন্য স্থগিত রেখে একক ক্যারিয়ারে মন দিতে চান তাঁরা।
অবশেষে দুই বছর আট মাস পর ফিরছে ব্ল্যাকপিঙ্ক। ৫ জুলাই থেকে শুরু হচ্ছে ব্যান্ডটির ওয়ার্ল্ড ট্যুর। ‘ডেডলাইন’ নামের এ সংগীতসফরে ২০২৫ ও ২০২৬ সালজুড়ে এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন শহরে ৩১টি কনসার্টে পারফর্ম করবেন জিসু, জেনি, রোজে ও লিসা। ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ৫ জুলাই খোয়াং স্পোর্টস কমপ্লেক্সে ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের উদ্বোধনী রাতে প্রকাশ করা হবে ব্ল্যাকপিঙ্কের নতুন গান।
তবে গানটির শিরোনাম কিংবা মুক্তির তারিখ এখনো জানায়নি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় নির্মাতা। ওয়াইজি এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক ইয়াং হিয়োন সক বলেন, ‘ব্ল্যাকপিঙ্কের প্রত্যাবর্তন কীভাবে হতে পারে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে ডেডলাইন ট্যুরের প্রথম রাতেই নতুন গানের প্রিমিয়ার হবে মঞ্চে। সেখানেই ব্ল্যাকপিঙ্কের ভক্তদের সঙ্গে আবার মিলিত হব আমরা। নতুন গানটি প্রকাশের তারিখ শিগগিরই জানানো হবে।’
প্রায় তিন বছর ধরে ব্ল্যাকপিঙ্কের কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে একক ক্যারিয়ার নিয়ে দাপিয়ে বেড়িয়েছেন জিসু, জেনি, রোজে ও লিসা। গত বছরের ডিসেম্বরে নিজের দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ করেছেন রোজে। ‘আপাতে’, ‘নাম্বার ওয়ান গার্ল’, ‘টক্সিক টিল দ্য এন্ড’সহ তাঁর কয়েকটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত মার্চে জেনি প্রকাশ করেছেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘রুবি’। ‘হোয়েন আই অ্যাম উইথ ইউ’সহ বেশ কিছু গান প্রকাশ করেছেন লিসা। আর গান ও অভিনয় নিয়ে আলোচনায় আছেন ব্ল্যাকপিঙ্কের আরেক সদস্য জিসু। প্রাইম ভিডিওর হরর কমেডি সিরিজ ‘নিউটোপিয়া’য় দেখা গেছে তাঁকে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে