Ajker Patrika

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৮: ০৪
জাহিদ হাসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত
জাহিদ হাসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান। উপহার দিয়েছেন সুপারহিট অনেক সিনেমা। অনেক ভক্ত এমনকি সিনেমাসংশ্লিষ্ট অনেকে তাঁকে মেগাস্টার বলে সম্বোধন করেন। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তাঁর নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে শাকিব খানের নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তিও রয়েছে কারও কারও। যেমন রয়েছে অভিনেতা জাহিদ হাসানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালোভাবেই নিজের আপত্তির কথা জানালেন জাহিদ হাসান। তাঁর কাছে ‘মেগাস্টার শব্দটি কানে লাগে’।

এবারের কোরবানির ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’সহ মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তালিকায় আছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। সিনেমাটিকে এবার ঈদের চমক বলা হচ্ছে। কারণ, মুক্তির পর থেকে প্রতিদিন আয় বেড়েছে সিনেমাটির। এখনো ধরে রেখেছে দর্শক। এমনকি চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী এবং আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে তাণ্ডবকে।

সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে জাহিদ হাসান এসেছিলেন উৎসব নিয়ে কথা বলতে। সেখানে উঠে আসে আয়ের দিক থেকে উৎসবের তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাঁকে শুধু শাকিব খান বলা হয় না। বলা হয় মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। তিনি তো একজন অভিনেতা। তাঁকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তাঁর জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’

কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তা-ই হয়েছে। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে। এই প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে “কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার।” আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায়, ততটাই ভালো।’

জাহিদ হাসান মনে করেন, ঈদে মুক্তি পাওয়া সব কটি সিনেমা কারও একার নয়, চলচ্চিত্রের সবার। তাঁর প্রত্যাশা, সব সিনেমা ভালো ব্যবসা করুক। তাঁর ভাষ্য, ‘তাণ্ডব, উৎসব, এশা মার্ডার, নীলচক্র বা ইনসাফ—সব তো আমাদের সিনেমা। আমরা চাই প্রতিটা সিনেমা ভালো হোক। সিনেমা ভালো সিনেমা হলে দর্শক বাড়বে। আমি মন থেকে চাই, দর্শক প্রতিটি সিনেমা দেখুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত