বিনোদন ডেস্ক
২০১৩ সালে একটি মালয়ালম সিনেমা প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছিল। বুঝিয়ে দিয়েছিল, থ্রিলার গল্প কাকে বলে! মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ নামের সিনেমাটি পরবর্তী সময়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, মান্দারিনসহ নানা ভাষায় নানা নামে রিমেক হয়েছে। হিন্দি রিমেকে মূল চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ দিয়ে তুমুল প্রশংসিত হন অজয়। ২০২২ সালে আসে এর সিকুয়েল ‘দৃশ্যম টু’। এটিও জনপ্রিয়তা পায়। এর আগের বছর মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম টু। এবার এল দৃশ্যম থ্রির ঘোষণা।
দৃশ্যম ও দৃশ্যম টুয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, আগে মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম, পরে আসে অজয় অভিনীত রিমেক। তবে এবার ভিন্ন পরিকল্পনা করেছেন তাঁরা। একই সময়ে শুটিং শুরু করে একই সময়ে দৃশ্যম থ্রি মুক্তি দেবেন তাঁরা। গতকাল এক্সে মোহনলাল ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবরে দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন তিনি। একই দিনে এসেছে অজয় অভিনীত দৃশ্যম থ্রির খবরও। পিঙ্কভিলা জানিয়েছে, ২ অক্টোবর থেকে তিনিও দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন।
পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, দৃশ্যম সিনেমার গল্পে গান্ধী জয়ন্তীর তারিখটি বেশ তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস ধরে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে দৃশ্যম থ্রির শুটিং হবে। কিছু অংশ হবে স্টুডিওতে। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। বর্তমানে সংলাপ নিয়ে কাজ করছেন নির্মাতারা। এ পর্ব দিয়ে শেষ হবে দৃশ্যমের গল্পের যাত্রা। ২০২৬ সালের ২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
বিজয় সালগাওকর নামের এক সাধারণ ব্যবসায়ীর গল্প দৃশ্যম। পরিবার নিয়ে তার সুখের জীবন। একদিন তার বড় মেয়ে স্কুলের পিকনিকে গেলে সেখানে গোসলের সময় তার ভিডিও ধারণ করে তারই সহপাঠী। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুর্ঘটনাক্রমে ছেলেটিকে খুন করে বিজয়ের স্ত্রী। পরে জানা যায়, ছেলেটি ছিল পুলিশের আইজির সন্তান। নিজের পরিবারকে বাঁচাতে এবার শুরু হয় বিজয়ের সংগ্রাম।
২০১৩ সালে একটি মালয়ালম সিনেমা প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছিল। বুঝিয়ে দিয়েছিল, থ্রিলার গল্প কাকে বলে! মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ নামের সিনেমাটি পরবর্তী সময়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, মান্দারিনসহ নানা ভাষায় নানা নামে রিমেক হয়েছে। হিন্দি রিমেকে মূল চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ দিয়ে তুমুল প্রশংসিত হন অজয়। ২০২২ সালে আসে এর সিকুয়েল ‘দৃশ্যম টু’। এটিও জনপ্রিয়তা পায়। এর আগের বছর মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম টু। এবার এল দৃশ্যম থ্রির ঘোষণা।
দৃশ্যম ও দৃশ্যম টুয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, আগে মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম, পরে আসে অজয় অভিনীত রিমেক। তবে এবার ভিন্ন পরিকল্পনা করেছেন তাঁরা। একই সময়ে শুটিং শুরু করে একই সময়ে দৃশ্যম থ্রি মুক্তি দেবেন তাঁরা। গতকাল এক্সে মোহনলাল ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবরে দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন তিনি। একই দিনে এসেছে অজয় অভিনীত দৃশ্যম থ্রির খবরও। পিঙ্কভিলা জানিয়েছে, ২ অক্টোবর থেকে তিনিও দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন।
পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, দৃশ্যম সিনেমার গল্পে গান্ধী জয়ন্তীর তারিখটি বেশ তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস ধরে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে দৃশ্যম থ্রির শুটিং হবে। কিছু অংশ হবে স্টুডিওতে। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। বর্তমানে সংলাপ নিয়ে কাজ করছেন নির্মাতারা। এ পর্ব দিয়ে শেষ হবে দৃশ্যমের গল্পের যাত্রা। ২০২৬ সালের ২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
বিজয় সালগাওকর নামের এক সাধারণ ব্যবসায়ীর গল্প দৃশ্যম। পরিবার নিয়ে তার সুখের জীবন। একদিন তার বড় মেয়ে স্কুলের পিকনিকে গেলে সেখানে গোসলের সময় তার ভিডিও ধারণ করে তারই সহপাঠী। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুর্ঘটনাক্রমে ছেলেটিকে খুন করে বিজয়ের স্ত্রী। পরে জানা যায়, ছেলেটি ছিল পুলিশের আইজির সন্তান। নিজের পরিবারকে বাঁচাতে এবার শুরু হয় বিজয়ের সংগ্রাম।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে