তারকার পছন্দ
বিনোদন ডেস্ক
ডার্ক কনটেন্ট পছন্দ অভিনেত্রী খুশি কাপুরের। ওটিটিতে যেসব অপরাধমূলক সিনেমা-সিরিজ মুক্তি পায়, সেসবের নিয়মিত দর্শক তিনি। দেখেন অপরাধমূলক তথ্যচিত্রও। বোম্বে টাইমসকে খুশি কাপুর জানালেন ইদানীং দেখা কোন সিনেমা-সিরিজ বেশি ভালো লেগেছে তাঁর।
ব্ল্যাক ওয়ারেন্ট
এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি বানিয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে খুশি কাপুর বলেন, ‘ব্ল্যাক ওয়ারেন্ট আমার খুব ভালো লেগেছে। অপরাধমূলক ডার্ক কনটেন্ট পছন্দ করি আমি। এ ধরনের বিভিন্ন তথ্যচিত্রও নিয়মিত দেখি।’
নকটারনাল অ্যানিমেলস
২০১৬ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। দেখা যাবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ম্যাক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। টম ফোর্ড পরিচালিত নকটারনাল অ্যানিমেলস সিনেমায় অভিনয় করেছেন এমি অ্যাডামস, জ্যাক গিলেনহাল, মাইকেল শ্যানন, অ্যারন টেলর-জনসন প্রমুখ। গল্পে দেখা যায়, সুসান তার সাবেক স্বামী এডওয়ার্ডের একটি উপন্যাসের পাণ্ডুলিপি হাতে পায়। কাহিনি খুবই ভালো লাগে তার। তবে এ কাহিনির সঙ্গে তাদের বৈবাহিক জীবনের অনেক কিছুর মিল খুঁজে পায়, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সিনেমাটি নিয়ে খুশি কাপুর বলেন, ‘এটিও দেখার অনুরোধ করব সবাইকে। এটিও ডার্ক কনটেন্ট। এ ধরনের গল্পের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে আমার।’
ডার্ক কনটেন্ট পছন্দ অভিনেত্রী খুশি কাপুরের। ওটিটিতে যেসব অপরাধমূলক সিনেমা-সিরিজ মুক্তি পায়, সেসবের নিয়মিত দর্শক তিনি। দেখেন অপরাধমূলক তথ্যচিত্রও। বোম্বে টাইমসকে খুশি কাপুর জানালেন ইদানীং দেখা কোন সিনেমা-সিরিজ বেশি ভালো লেগেছে তাঁর।
ব্ল্যাক ওয়ারেন্ট
এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি বানিয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে খুশি কাপুর বলেন, ‘ব্ল্যাক ওয়ারেন্ট আমার খুব ভালো লেগেছে। অপরাধমূলক ডার্ক কনটেন্ট পছন্দ করি আমি। এ ধরনের বিভিন্ন তথ্যচিত্রও নিয়মিত দেখি।’
নকটারনাল অ্যানিমেলস
২০১৬ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। দেখা যাবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ম্যাক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। টম ফোর্ড পরিচালিত নকটারনাল অ্যানিমেলস সিনেমায় অভিনয় করেছেন এমি অ্যাডামস, জ্যাক গিলেনহাল, মাইকেল শ্যানন, অ্যারন টেলর-জনসন প্রমুখ। গল্পে দেখা যায়, সুসান তার সাবেক স্বামী এডওয়ার্ডের একটি উপন্যাসের পাণ্ডুলিপি হাতে পায়। কাহিনি খুবই ভালো লাগে তার। তবে এ কাহিনির সঙ্গে তাদের বৈবাহিক জীবনের অনেক কিছুর মিল খুঁজে পায়, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সিনেমাটি নিয়ে খুশি কাপুর বলেন, ‘এটিও দেখার অনুরোধ করব সবাইকে। এটিও ডার্ক কনটেন্ট। এ ধরনের গল্পের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে আমার।’
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই কবেই। হলিউড তারকা ব্র্যাড পিট এখন নতুন সম্পর্কে আছেন। শুক্রবার একটি বিশেষ প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ জানিয়েছে, পিট ও তাঁর তিন বছরের প্রেমিকা ইনেস দে র্যামন সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
৫ ঘণ্টা আগেদেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
২১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
২১ ঘণ্টা আগে