সাবালেঙ্কাকে একা রেখে না ফেরার দেশে প্রেমিক
কী এমন বয়স হয়েছিল তাঁর—৪২! এই বয়সেই না ফেরার দেশে চলে যেতে হলো কনস্টানটিন কোল্টসভকে। এই নামে বিশ্বে তিনি যতটা না পরিচিত, তারচেয়ে বেশি পরিচিত টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার প্রেমিক হিসেবে। বিভিন্ন গ্র্যান্ড স্লামে টেনিসে সাবালেঙ্কার খেলার সময় মাঝে মধ্যেই গ্যালারিতে দেখা যেত প্রাণোচ্ছল কনস্টানটিন কোল্ট