মাত্র ৭৬ মিনিট। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে চীনের ঝেং কিনওয়েনকে হারাতে আরিনা সাবালেঙ্কার লাগল এত কম সময়।
দুর্দান্ত ছন্দে থেকেই টুর্নামেন্ট শুরু করেছিলেন সাবালেঙ্কা। সেই ছন্দ ধরে রেখেই ফাইনালে উঠেছিলেন; একটা সেটও হাতছাড়া হতে দেননি। বোঝাই যাচ্ছিল প্রথমবারের মতো ফাইনালে ওঠা ঝেং কিনওয়েনের জন্য ম্যাচটা কঠিনই হবে। কিন্তু এতটাই কঠিন হবে কে জানত! কিন্তু সাবালেঙ্কা কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে দেননি।
ফাইনালেও কোনো সেট হাতছাড়া করেননি সাবালেঙ্কা। জিতেছেন ৬-৩,৬-২ গেমে। ২০০০ সালের পর কোনো সেট না হেরে অস্ট্রেলিয়ান ওপেন জেতা পঞ্চম নারী প্রতিযোগী সাবালেঙ্কা। তাঁর আগে এই সময়ে এই কৃতিত্ব দেখিয়েছেন অ্যাশলেই বার্টি, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও লিন্ডসে ড্যাভেনপোর্ট।
রেকর্ড বইয়ের আরেকটি জায়গায় অবশ্য ২৫ বছর বয়সী সাবালেঙ্কা জায়গা করে নিয়েছেন তাঁরই স্বদেশি ভিক্টোরিয়া আজারেঙ্কার পাশে। ২০১৩ সালে টানা তাঁর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাবালেঙ্কাই টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম নারী।
সাবালেঙ্কার এই জয়ে স্বপ্নভঙ্গ ঝেং কিনওয়ানের। প্রথমবারের মতো উঠে এসেছিলেন গ্র্যান্ড স্লামের ফাইনালে। কিন্তু ফাইনালটা ফাইনালের মতো খেলতে পারলেন না। ডাবল ফল্ট করেছেন ৬টি, আনফোরস এরর ১৬টি। তবে এক দশকের মধ্যে চীনের প্রথম প্রতিযোগী হিসেবে ফাইনালে উঠেছেন, ঝেংয়ের জন্য এটাই বা কম কী!
মাত্র ৭৬ মিনিট। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে চীনের ঝেং কিনওয়েনকে হারাতে আরিনা সাবালেঙ্কার লাগল এত কম সময়।
দুর্দান্ত ছন্দে থেকেই টুর্নামেন্ট শুরু করেছিলেন সাবালেঙ্কা। সেই ছন্দ ধরে রেখেই ফাইনালে উঠেছিলেন; একটা সেটও হাতছাড়া হতে দেননি। বোঝাই যাচ্ছিল প্রথমবারের মতো ফাইনালে ওঠা ঝেং কিনওয়েনের জন্য ম্যাচটা কঠিনই হবে। কিন্তু এতটাই কঠিন হবে কে জানত! কিন্তু সাবালেঙ্কা কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে দেননি।
ফাইনালেও কোনো সেট হাতছাড়া করেননি সাবালেঙ্কা। জিতেছেন ৬-৩,৬-২ গেমে। ২০০০ সালের পর কোনো সেট না হেরে অস্ট্রেলিয়ান ওপেন জেতা পঞ্চম নারী প্রতিযোগী সাবালেঙ্কা। তাঁর আগে এই সময়ে এই কৃতিত্ব দেখিয়েছেন অ্যাশলেই বার্টি, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও লিন্ডসে ড্যাভেনপোর্ট।
রেকর্ড বইয়ের আরেকটি জায়গায় অবশ্য ২৫ বছর বয়সী সাবালেঙ্কা জায়গা করে নিয়েছেন তাঁরই স্বদেশি ভিক্টোরিয়া আজারেঙ্কার পাশে। ২০১৩ সালে টানা তাঁর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাবালেঙ্কাই টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম নারী।
সাবালেঙ্কার এই জয়ে স্বপ্নভঙ্গ ঝেং কিনওয়ানের। প্রথমবারের মতো উঠে এসেছিলেন গ্র্যান্ড স্লামের ফাইনালে। কিন্তু ফাইনালটা ফাইনালের মতো খেলতে পারলেন না। ডাবল ফল্ট করেছেন ৬টি, আনফোরস এরর ১৬টি। তবে এক দশকের মধ্যে চীনের প্রথম প্রতিযোগী হিসেবে ফাইনালে উঠেছেন, ঝেংয়ের জন্য এটাই বা কম কী!
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে