Ajker Patrika

নাদালের রেকর্ড ভেঙে সেমিফাইনালে জোকোভিচ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১১: ০৫
নাদালের রেকর্ড ভেঙে সেমিফাইনালে জোকোভিচ

অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। এটিপি ১০০০ ইভেন্টে এটি ৩৬ বছর বয়সী সার্বিয়ানের সর্বোচ্চ ৭৭তম সেমিফাইনাল। এ কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন রাফায়েল নাদালকে। 

শেষ আটে ডি মিনাউরকে সরাসরি সেটে হারিয়েছেন জোকোভিচ। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জিতেছেন ৭-৫, ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা অগোছালো ছিলেন তিনি। ব্রেক সার্ভ করতে হয়েছে ৭টি। 

২০১৫ সালের পর আর মন্টে কার্লোতে শিরোপা জেতা হয়নি শীর্ষ বাছাই জোকোভিচের। এবার তিনি এই ইভেন্টের শেষ চার নিশ্চিত করলেন সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়ে। আজ সন্ধ্যায় ফাইনালে ওঠার লড়াইয়ে জোকোভিচ মুখোমুখি হবেন কাসপার রুদের। এই অষ্টম বাছাই নরওয়েজীয় সেমিতে উঠেছেন ফ্রান্সের উগো হামবার্টকে ৬-৩, ৪-৬, ৬-১ গেমে হারিয়ে। 

সেমিফাইনাল নিশ্চিত করেছেন ইতালির দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনারও। হোলগার রুনকে ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। শেষ চারে তাঁর প্রতিপক্ষ স্তেফানোস সিৎসিফাস। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ২২ বছর বয়সী সিনারই একমাত্র খেলোয়াড়, যিনি এ মৌসুমের তিনটি এটিপি মাস্টার্স ১০০০-এর সেমিফাইনালে উঠলেন। ইন্ডিয়ান ওয়েলসের শেষ চারে কার্লোস আলকারাজের কাছে হারের পর মার্চে মায়ামি ওপেন জিতেছেন তিনি। 

এবার মন্টে কার্লোর ফাইনালে ওঠার সামনে সিনারের বাধা সিৎসিফাস। ১২তম বাছাই এই গ্রিকের ঝুলিতে রয়েছে এই টুর্নামেন্টের দুটি শিরোপা। সিৎসিফাস সেমিতে উঠেছেন রাশিয়ার কারেন কাচানভকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত