কিছুদিন আগেই কথাটা বলেছিলেন রাফায়েল নাদাল—পরিসংখ্যানই জোকোভিচকে ইতিহাসের সেরা বলছে; সার্বিয়ান তারকাকে সেরা মানতে তাই আপত্তি নেই তাঁর।
গ্র্যান্ড স্লামে ২৪টি শিরোপা জোকোভিচের। দ্বিতীয় সর্বোচ্চ ২২টি নাদালের। টেনিসের আরেক মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটিপি ফাইনালসেও সর্বোচ্চ ৭টি শিরোপা জোকোর। এখানেই শেষ নয়, গ্র্যান্ড স্লাম ও এটিপি ফাইনালসের বাইরে মর্যাদাপূর্ণ ধরা হয় যে ১০০০ মাস্টার্স সিরিজকে। সেখানেও জয়জয়কার জোকোভিচের। ১০০০ মাস্টার্সে রজার ফেদেরার ও নাদালের শিরোপা যেখানে ২৮ ও ৩৬টি, সেখানে সার্বিয়ান জোকোভিচের শিরোপা ৪০টি। তাই এমন বর্ণাঢ্য যাঁর ক্যারিয়ার, তাঁকে সর্বকালের সেরা না বলে উপায় আছে!
চলতি মন্টে কার্লো মাস্টার্সে এবার শিরোপা জিতলে অনন্য এক রেকর্ডই গড়ে ফেলবেন জোকোভিচ, যেটি হয়তো যুগ যুগ ধরে অক্ষতই থেকে যাবে। রেকর্ডটি কী? সব মাস্টার্স সিরিজ কমপক্ষে তিনবার করে জয়।
জোকোভিচ ৭ বার জিতেছেন প্যারিস মাস্টার্স। ৬ বার করে মায়ামি ও রোম মাস্টার্স। ৫ বার জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস। ৪ বার করে জিতেছেন কানাডা ও সাংহাই ওপেন। মাদ্রিদ ও সিনসিনাটি ওপেন জিতেছেন ৩ বার করে। শুধু মন্টে কার্লো মাস্টার্সই ৩ বার করে জেতা হয়নি তাঁর। তবে এখানে ২০১৩ ও ২০১৫ সালের শিরোপাজয়ী জোকোভিচ আবার জিততে পারেন। জিতলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ মাস্টার্স সিরিজের সব কটি টুর্নামেন্টই কমপক্ষে ৩ বার করে জয়ের রেকর্ড গড়বেন।
এর আগে ২০১৮ সালে প্রথম খেলোয়াড় হিসেবে সব মাস্টার্স সিরিজে একবার করে জেতেন, ২০২০ সালে যখন দুবার করে জেতেন তখন এই কৃতিত্বে তিনিই ছিলেন টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড়।
কিছুদিন আগেই কথাটা বলেছিলেন রাফায়েল নাদাল—পরিসংখ্যানই জোকোভিচকে ইতিহাসের সেরা বলছে; সার্বিয়ান তারকাকে সেরা মানতে তাই আপত্তি নেই তাঁর।
গ্র্যান্ড স্লামে ২৪টি শিরোপা জোকোভিচের। দ্বিতীয় সর্বোচ্চ ২২টি নাদালের। টেনিসের আরেক মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটিপি ফাইনালসেও সর্বোচ্চ ৭টি শিরোপা জোকোর। এখানেই শেষ নয়, গ্র্যান্ড স্লাম ও এটিপি ফাইনালসের বাইরে মর্যাদাপূর্ণ ধরা হয় যে ১০০০ মাস্টার্স সিরিজকে। সেখানেও জয়জয়কার জোকোভিচের। ১০০০ মাস্টার্সে রজার ফেদেরার ও নাদালের শিরোপা যেখানে ২৮ ও ৩৬টি, সেখানে সার্বিয়ান জোকোভিচের শিরোপা ৪০টি। তাই এমন বর্ণাঢ্য যাঁর ক্যারিয়ার, তাঁকে সর্বকালের সেরা না বলে উপায় আছে!
চলতি মন্টে কার্লো মাস্টার্সে এবার শিরোপা জিতলে অনন্য এক রেকর্ডই গড়ে ফেলবেন জোকোভিচ, যেটি হয়তো যুগ যুগ ধরে অক্ষতই থেকে যাবে। রেকর্ডটি কী? সব মাস্টার্স সিরিজ কমপক্ষে তিনবার করে জয়।
জোকোভিচ ৭ বার জিতেছেন প্যারিস মাস্টার্স। ৬ বার করে মায়ামি ও রোম মাস্টার্স। ৫ বার জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস। ৪ বার করে জিতেছেন কানাডা ও সাংহাই ওপেন। মাদ্রিদ ও সিনসিনাটি ওপেন জিতেছেন ৩ বার করে। শুধু মন্টে কার্লো মাস্টার্সই ৩ বার করে জেতা হয়নি তাঁর। তবে এখানে ২০১৩ ও ২০১৫ সালের শিরোপাজয়ী জোকোভিচ আবার জিততে পারেন। জিতলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ মাস্টার্স সিরিজের সব কটি টুর্নামেন্টই কমপক্ষে ৩ বার করে জয়ের রেকর্ড গড়বেন।
এর আগে ২০১৮ সালে প্রথম খেলোয়াড় হিসেবে সব মাস্টার্স সিরিজে একবার করে জেতেন, ২০২০ সালে যখন দুবার করে জেতেন তখন এই কৃতিত্বে তিনিই ছিলেন টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড়।
সেঞ্চুরি ছাড়া যেন কিছুই বোঝেন না তাজমান ব্রিটস। নিজের সবশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ভেঙে দিয়েছেন স্মৃতি মান্ধানার রেকর্ড, যেখানে মান্ধানা সেঞ্চুরির রেকর্ডটি একবার নয়, করেছিলেন দুবার।
২৭ মিনিট আগেকলম্বোতে ২ অক্টোবর পাকিস্তানকে উড়িয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা মারুফা আক্তারকে প্রশংসায় ভাসাতে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা। নিগার সুলতানা জ্যোতির মতে বাংলাদেশের ক্রিকেটার সেরা পেসার হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে মারুফার।
১ ঘণ্টা আগেবাংলাদেশের কাছে শারজায় পরশু রাতে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। সেই সিরিজের পর দল দুটি এবার মুখোমুখি হবে সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ধাক্কা খেল আফগানরা।
২ ঘণ্টা আগেঘরের মাঠ বলে কথা। গ্যালারি পরিপূর্ণ না হলে কি চলে! সমর্থকদের মধ্যে উন্মাদনার মাত্রা কেমন, সেটা নতুন করে বলার দরকার আছে বলে মনে হয় না। উদাহরণ হিসেবে প্রথম ধাপে ২৪ মিনিটে ম্যাচের ১৯ হাজার টিকিট বিক্রি হওয়ার বিষয়টিও তুলে ধরা যায়। খবরটা অজানা নয় প্রতিপক্ষ হংকংয়ের কাছেও।
২ ঘণ্টা আগে