৬৮ নম্বরের কাছে হারলেন বাছাইয়ের চতুর্থ থিয়েম
ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই বড় অঘটন। বাছাইয়ের ৬৮ নম্বরে থাকা পাবলু আন্দুজার প্রথম রাউন্ডেই হারিয়েছেন চতুর্থ বাছাই ডমিনিক থিয়েমকে। থিয়েমের হার ৪-৬,৫-৭, ৬-৩,৬-৪, ৬-৪ গেমে। রোলাঁ গারোঁর দুইবারের ফাইনালিস্ট এই অস্ট্রিয়ান তারকা এবারও ছিলেন শিরোপা প্রত্যাশী।