ঢাকা: সময়টা বেশ উপভোগ করছেন রাফায়েল নাদাল। এপ্রিলে জিতলেন বার্সেলোনা ওপেনের ১২তম শিরোপা। এ মাসের শুরুতে জিতলেন চতুর্থ লরিয়াস পুরস্কার। এবার জিতলেন ইতালিয়ান ওপেনও। কাল রোমে নোভাক জোকোভিচকে ৭-৫, ১-৬, ৬-৩ গেমে হারিয়ে ইতালিয়ান ওপেনের দশম শিরোপা শোকেসেই শুধু তোলেননি, এক সপ্তাহ পর শুরু ফ্রেঞ্চ ওপেনের আগে বার্তাও দিয়ে রাখলেন নাদাল। এবারও ফ্রেঞ্চ ওপেন জিততে উন্মুখ ক্লে কোর্টের ‘রাজা’ নাদাল সবাইকে জানিয়ে দিলেন, আবারও আসছি আমি!
পরশু রোমে শিরোপাজয়ী নাদাল উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘খুব করে চাইছিলাম শিরোপাটা জিততে। আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন এই শিরোপা।’ হেরেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন পাঁচবারের ইতালিয়ান ওপেন জয়ী জোকোভিচ, ‘রাফার বিপক্ষে ফাইনাল খেলার মতো চ্যালেঞ্জ পৃথিবীতে খুব কম। প্রায় তিন ঘণ্টার এ লড়াই আসলেই উপভোগ্য ছিল। হেরে হতাশ না হয়ে নিজের পারফরম্যান্সে বরং খুশি।’
ইতালিয়ান ওপেনের এই শিরোপা নিয়ে চারটি ইভেন্টে দশ কিংবা দশের বেশি শিরোপা জিতেছেন নাদাল। বার্সেলোনা ওপেনের শিরোপা ঘরে তুলেছেন ১২বার আর ১১টি করে শিরোপা জিতেছেন রোলাঁ গারোঁ ও মন্টে কার্লো ওপেন। জোকোভিচের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ (৩৬) এটিপি মাস্টার্সও জিতলেন স্প্যানিশ টেনিস তারকা।
এ নিয়ে জোকোভিচ-নাদাল ৫৭বার একে অপরের মুখোমুখি হয়েছেন। সর্বশেষ ২০২০ ফ্রেঞ্চ ওপেন ফাইনালে দেখা হয়েছিল দুই তারকার। সেখানেও জিতেছিলেন নাদাল। তবু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা জিতেছেন ২৯ ম্যাচ আর নাদাল জিতেছেন ২৮টি।
ঢাকা: সময়টা বেশ উপভোগ করছেন রাফায়েল নাদাল। এপ্রিলে জিতলেন বার্সেলোনা ওপেনের ১২তম শিরোপা। এ মাসের শুরুতে জিতলেন চতুর্থ লরিয়াস পুরস্কার। এবার জিতলেন ইতালিয়ান ওপেনও। কাল রোমে নোভাক জোকোভিচকে ৭-৫, ১-৬, ৬-৩ গেমে হারিয়ে ইতালিয়ান ওপেনের দশম শিরোপা শোকেসেই শুধু তোলেননি, এক সপ্তাহ পর শুরু ফ্রেঞ্চ ওপেনের আগে বার্তাও দিয়ে রাখলেন নাদাল। এবারও ফ্রেঞ্চ ওপেন জিততে উন্মুখ ক্লে কোর্টের ‘রাজা’ নাদাল সবাইকে জানিয়ে দিলেন, আবারও আসছি আমি!
পরশু রোমে শিরোপাজয়ী নাদাল উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘খুব করে চাইছিলাম শিরোপাটা জিততে। আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন এই শিরোপা।’ হেরেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন পাঁচবারের ইতালিয়ান ওপেন জয়ী জোকোভিচ, ‘রাফার বিপক্ষে ফাইনাল খেলার মতো চ্যালেঞ্জ পৃথিবীতে খুব কম। প্রায় তিন ঘণ্টার এ লড়াই আসলেই উপভোগ্য ছিল। হেরে হতাশ না হয়ে নিজের পারফরম্যান্সে বরং খুশি।’
ইতালিয়ান ওপেনের এই শিরোপা নিয়ে চারটি ইভেন্টে দশ কিংবা দশের বেশি শিরোপা জিতেছেন নাদাল। বার্সেলোনা ওপেনের শিরোপা ঘরে তুলেছেন ১২বার আর ১১টি করে শিরোপা জিতেছেন রোলাঁ গারোঁ ও মন্টে কার্লো ওপেন। জোকোভিচের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ (৩৬) এটিপি মাস্টার্সও জিতলেন স্প্যানিশ টেনিস তারকা।
এ নিয়ে জোকোভিচ-নাদাল ৫৭বার একে অপরের মুখোমুখি হয়েছেন। সর্বশেষ ২০২০ ফ্রেঞ্চ ওপেন ফাইনালে দেখা হয়েছিল দুই তারকার। সেখানেও জিতেছিলেন নাদাল। তবু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা জিতেছেন ২৯ ম্যাচ আর নাদাল জিতেছেন ২৮টি।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৬ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৬ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৯ ঘণ্টা আগে