ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই বড় অঘটন। বাছাইয়ের ৬৮ নম্বরে থাকা পাবলু আন্দুজার প্রথম রাউন্ডেই হারিয়েছেন চতুর্থ বাছাই ডমিনিক থিয়েমকে। থিয়েমের হার ৪-৬,৫-৭, ৬-৩,৬-৪, ৬-৪ গেমে। রোলাঁ গারোঁর দুইবারের ফাইনালিস্ট এই অস্ট্রিয়ান তারকা এবারও ছিলেন শিরোপা প্রত্যাশী।
ফেবারিটের মতোই শুরু করেছিলেন থিয়েম। প্রথম দুই সেট জিতেও নেন। তৃতীয় সেট থেকেই পাল্টে যায় ছবি। প্রথম দুই সেটে পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা আন্দুজার। শেষ তিনটি সেট রীতিমতো দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেছেন। জয়ের পর আন্দুজার বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল, দুই সপ্তাহ আগেও ফেদেরারের বিপক্ষে ভালো খেলেই জিতেছি। আজ (কাল) থিয়েমের মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আমার কাছে উপহারের মতো। যদিও সে তার সেরা ফর্মে নেই, তবে আমার বয়সও ৩৫ হয়ে গেছে। জানি না, আর কত দিন খেলা চালিয়ে যেতে পারব।’
আন্দুজারের জয়ে এই প্রথম ফরাসি ওপেনের শুরুতেই বিদায় নিলেন থিয়েম। এই হারে কিছুটা ধাক্কা খেলেও নিজের ওপর আস্থা হারাচ্ছেন না ২৭ বছর বয়সী অস্ট্রিয়ান তারকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে থিয়েম বলেন ‘এখনো নিজেকে নিয়ে আশাবাদী। পরেরবার আরও ভালোভাবে ফিরব।’
থিয়েম হারলেও জয় পেয়েছেন নওমি ওসাকা। দ্বিতীয় বাছাই জাপানের এই তারকার কাছে কোনো পাত্তাই পাননি রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগ। সরাসরি সেটে (৬-৪,৭-৬ গেমে) মারিয়া টিগকে হারিয়েছে ওসাকা।
ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই বড় অঘটন। বাছাইয়ের ৬৮ নম্বরে থাকা পাবলু আন্দুজার প্রথম রাউন্ডেই হারিয়েছেন চতুর্থ বাছাই ডমিনিক থিয়েমকে। থিয়েমের হার ৪-৬,৫-৭, ৬-৩,৬-৪, ৬-৪ গেমে। রোলাঁ গারোঁর দুইবারের ফাইনালিস্ট এই অস্ট্রিয়ান তারকা এবারও ছিলেন শিরোপা প্রত্যাশী।
ফেবারিটের মতোই শুরু করেছিলেন থিয়েম। প্রথম দুই সেট জিতেও নেন। তৃতীয় সেট থেকেই পাল্টে যায় ছবি। প্রথম দুই সেটে পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা আন্দুজার। শেষ তিনটি সেট রীতিমতো দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেছেন। জয়ের পর আন্দুজার বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল, দুই সপ্তাহ আগেও ফেদেরারের বিপক্ষে ভালো খেলেই জিতেছি। আজ (কাল) থিয়েমের মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আমার কাছে উপহারের মতো। যদিও সে তার সেরা ফর্মে নেই, তবে আমার বয়সও ৩৫ হয়ে গেছে। জানি না, আর কত দিন খেলা চালিয়ে যেতে পারব।’
আন্দুজারের জয়ে এই প্রথম ফরাসি ওপেনের শুরুতেই বিদায় নিলেন থিয়েম। এই হারে কিছুটা ধাক্কা খেলেও নিজের ওপর আস্থা হারাচ্ছেন না ২৭ বছর বয়সী অস্ট্রিয়ান তারকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে থিয়েম বলেন ‘এখনো নিজেকে নিয়ে আশাবাদী। পরেরবার আরও ভালোভাবে ফিরব।’
থিয়েম হারলেও জয় পেয়েছেন নওমি ওসাকা। দ্বিতীয় বাছাই জাপানের এই তারকার কাছে কোনো পাত্তাই পাননি রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগ। সরাসরি সেটে (৬-৪,৭-৬ গেমে) মারিয়া টিগকে হারিয়েছে ওসাকা।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৬ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৬ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৯ ঘণ্টা আগে