অয়ন রায়
ঢাকা: বার্সেলোনা ওপেন, ইতালিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল এখন হুংকার ছেড়ে বলতেই পারেন—খেলা হবে! ৩০ মে থেকে খেলা হবে!
নাদালের বলাটা অস্বাভাবিকও নয়! বার্সেলোনা, রোমে নাদাল খেলে এসেছেন ক্লে (মাটির) কোর্টে। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ৩০ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন জিততে। আর মাটির কোর্ট মানেই নাদালের বিজয়ের হাসি—এই তো গত দুই দশকে নিয়মিত দেখে আসছে টেনিস বিশ্ব। রোলাঁ গাঁরোতে ধারাবাহিক বিজয় নিশান উড়িয়ে রাফা নিজেকে প্রতিষ্ঠা করেছেন মাটির কোর্টের রাজা হিসেবে। কেন তিনি মাটির কোর্টে সফল—এ নিয়ে গবেষণা কম হয়নি। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে প্রসঙ্গটা তাই আবার আসছে।
অভ্যস্ততা
স্পেনের অধিকাংশ টেনিস কোর্টই মাটির। পুরো স্পেনে এক লাখের ওপর লাল মাটির কোর্ট রয়েছে! রাফার জন্ম–বেড়ে ওঠা স্পেনে, তিনি শৈশব থেকেই ক্লে কোর্টে খেলে অভ্যস্ত। স্পেনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাটির কোর্টে নিয়মিত টেনিস আয়োজনেরও উপযোগী। এ ধরনের আবহাওয়ায় সারা বছরই টেনিস খেলা সম্ভব।
ফোরহ্যান্ড শটে অনন্য
রাফার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফোরহ্যান্ড শট। সঙ্গে দ্রুত নড়াচড়া করার সক্ষমতা তাঁকে মাটির কোর্টে সফল হতে সহায়তা করেছে। তিনি যেমন আগ্রাসী, তেমনি তাঁর ধৈর্যও প্রশংসনীয়। ফোরহ্যান্ড শট খেলে রাফা খুব সহজেই প্রতিপক্ষকে বোকা বানাতে পারেন। দ্রুত ফিরতি শট খেলা ঘাসের কোর্টের চেয়ে মাটির কোর্টে বলের গতি একটু কম থাকে। যেটা নাদালের বাড়তি একটা সুবিধা। যেহেতু তিনি ফোরহ্যান্ড শট ভালো খেলেন, ক্লে কোর্টে বাড়তি বাউন্স পাওয়া যায়, যেটা রাফাকে ফিরতি শট খুব দ্রুত খেলতে সহায়তা করে।
বাঁহাতি হওয়ার সুবিধা
নাদালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাঁহাতি। ব্যাকহ্যান্ড শট খেলতে বাড়তি সুবিধা পান তিনি। যেটা তাঁকে বল দ্রুত স্পিন করতে সাহায্য করে, যা খুব সহজেই প্রতিপক্ষকে ধোঁকা দিতে সহায়তা করে। ডান হাতি হলে রাফা হয়তো এই সুবিধা কম পেতেন।
ঢাকা: বার্সেলোনা ওপেন, ইতালিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল এখন হুংকার ছেড়ে বলতেই পারেন—খেলা হবে! ৩০ মে থেকে খেলা হবে!
নাদালের বলাটা অস্বাভাবিকও নয়! বার্সেলোনা, রোমে নাদাল খেলে এসেছেন ক্লে (মাটির) কোর্টে। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ৩০ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন জিততে। আর মাটির কোর্ট মানেই নাদালের বিজয়ের হাসি—এই তো গত দুই দশকে নিয়মিত দেখে আসছে টেনিস বিশ্ব। রোলাঁ গাঁরোতে ধারাবাহিক বিজয় নিশান উড়িয়ে রাফা নিজেকে প্রতিষ্ঠা করেছেন মাটির কোর্টের রাজা হিসেবে। কেন তিনি মাটির কোর্টে সফল—এ নিয়ে গবেষণা কম হয়নি। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে প্রসঙ্গটা তাই আবার আসছে।
অভ্যস্ততা
স্পেনের অধিকাংশ টেনিস কোর্টই মাটির। পুরো স্পেনে এক লাখের ওপর লাল মাটির কোর্ট রয়েছে! রাফার জন্ম–বেড়ে ওঠা স্পেনে, তিনি শৈশব থেকেই ক্লে কোর্টে খেলে অভ্যস্ত। স্পেনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাটির কোর্টে নিয়মিত টেনিস আয়োজনেরও উপযোগী। এ ধরনের আবহাওয়ায় সারা বছরই টেনিস খেলা সম্ভব।
ফোরহ্যান্ড শটে অনন্য
রাফার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফোরহ্যান্ড শট। সঙ্গে দ্রুত নড়াচড়া করার সক্ষমতা তাঁকে মাটির কোর্টে সফল হতে সহায়তা করেছে। তিনি যেমন আগ্রাসী, তেমনি তাঁর ধৈর্যও প্রশংসনীয়। ফোরহ্যান্ড শট খেলে রাফা খুব সহজেই প্রতিপক্ষকে বোকা বানাতে পারেন। দ্রুত ফিরতি শট খেলা ঘাসের কোর্টের চেয়ে মাটির কোর্টে বলের গতি একটু কম থাকে। যেটা নাদালের বাড়তি একটা সুবিধা। যেহেতু তিনি ফোরহ্যান্ড শট ভালো খেলেন, ক্লে কোর্টে বাড়তি বাউন্স পাওয়া যায়, যেটা রাফাকে ফিরতি শট খুব দ্রুত খেলতে সহায়তা করে।
বাঁহাতি হওয়ার সুবিধা
নাদালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাঁহাতি। ব্যাকহ্যান্ড শট খেলতে বাড়তি সুবিধা পান তিনি। যেটা তাঁকে বল দ্রুত স্পিন করতে সাহায্য করে, যা খুব সহজেই প্রতিপক্ষকে ধোঁকা দিতে সহায়তা করে। ডান হাতি হলে রাফা হয়তো এই সুবিধা কম পেতেন।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৭ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৭ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
১১ ঘণ্টা আগে