Ajker Patrika

‘নাম্বার ওয়ান’ বার্টিকে হারিয়ে সাবালেঙ্কার শিরোপা জয়

‘নাম্বার ওয়ান’ বার্টিকে হারিয়ে সাবালেঙ্কার শিরোপা জয়

ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।

কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।

তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।

এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।

শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’

এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র‍্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।

অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।

বিষয়:

টেনিস
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত