ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।
কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।
তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’
এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।
অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।
ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।
কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।
তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’
এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।
অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৬ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৬ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৯ ঘণ্টা আগে