ঠাকুরগাঁও প্রতিনিধি
ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা আনেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি তাঁতিপাড়া এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের ঈদ উদ্যাপন অত্যন্ত কষ্টের ও কঠিন হয়ে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা কষ্টের দিন। পশু ক্রয়ের ক্ষেত্রে তাঁরা মুদ্রাস্ফীতির শিকার হয়েছে। যারা কোরবানি দিতে পারেন না, তাঁরা বিভিন্নভাবে কোরবানির গোশত সংগ্রহ করেন। কিন্তু মসলা ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় এটি রান্না করা তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এ কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। এসব কারণে মানুষ ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছে না।
মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। এই ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। এদিন আমরা পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সকল অশুভ বোধ আছে তা ত্যাগ করি। একই সঙ্গে আমাদের জীবনকে আমরা যেন সুন্দর, সৎ ও পবিত্রতার বোধে রাখতে পারি সে প্রার্থনা করি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আজকে দেশ দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে। আমরা মনে করি আজকে ঈদুল আজহার ত্যাগের মাধ্যমে যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন, তাঁরা তা ত্যাগ করবেন। তাঁদের সকল অশুভ আকাঙ্ক্ষা বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য মানুষের কল্যাণে কাজ করবেন।’
‘বিএনপি সেন্ট মার্টিন নিয়ে যে সকল কথা বলেছে তা গুজব’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সব সময় (গণমাধ্যমকর্মী) ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এ জন্য পছন্দ করি না যে ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাঁধে। যারা রাজনীতি করছেন ক্ষমতায় আছেন যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যা, গণমানুষের যে আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তাঁরা কীভাবে শাসক হবেন? আমরা দেখেছি গত দেড় যুগ ধরে এ দখলদার আওয়ামী লীগ সরকার জনগণের সকল আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। জনগণের অধিকারগুলোকে ভোটের অধিকারগুলোকে পদদলিত করেছে। গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে তাঁরা আজকে জোর করে শাসন ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।’
জনগণ এখন তাঁদের (আওয়ামী লীগ) পছন্দ করো না উল্লেখ করে ফখরুল বলেন, ‘জনগণ এখন তাঁদের ঘৃণা করতে শুরু করেছে। কারণ তাঁরা এখন শুধু মিথ্যে কথা বলে, প্রতারণা করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এ জন্যই আওয়ামী লীগ সরকারকে আমরা গুরুত্ব দেই না।’
বিএনপির এই নেতা বলেন, ‘মিয়ানমার ও সেন্ট মার্টিনের বর্তমান ইস্যুটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, যে যাই বলুক এটাই সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সকল জাহাজগুলো বন্ধ হয়ে গেছে। এই সত্যকে তাঁরা (আওয়ামী লীগ) কীভাবে অস্বীকার করবে। বিজিবির প্রধান সেখানে যাচ্ছে বারবার। সেনাবাহিনীর প্রধান বারবার বলছেন যে, আমরা সতর্ক আছি। তাহলে আমরা (বিএনপি) গুজব ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনের সঙ্গে মিয়ানমারের ঘটনাবলির একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার কারণে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না। সেখানকার যারা অধিবাসী তাঁরা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তাঁরা (আওয়ামী লীগ) স্বীকার না করে।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা আনেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি তাঁতিপাড়া এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের ঈদ উদ্যাপন অত্যন্ত কষ্টের ও কঠিন হয়ে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা কষ্টের দিন। পশু ক্রয়ের ক্ষেত্রে তাঁরা মুদ্রাস্ফীতির শিকার হয়েছে। যারা কোরবানি দিতে পারেন না, তাঁরা বিভিন্নভাবে কোরবানির গোশত সংগ্রহ করেন। কিন্তু মসলা ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় এটি রান্না করা তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এ কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। এসব কারণে মানুষ ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছে না।
মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। এই ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। এদিন আমরা পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সকল অশুভ বোধ আছে তা ত্যাগ করি। একই সঙ্গে আমাদের জীবনকে আমরা যেন সুন্দর, সৎ ও পবিত্রতার বোধে রাখতে পারি সে প্রার্থনা করি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আজকে দেশ দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে। আমরা মনে করি আজকে ঈদুল আজহার ত্যাগের মাধ্যমে যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন, তাঁরা তা ত্যাগ করবেন। তাঁদের সকল অশুভ আকাঙ্ক্ষা বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য মানুষের কল্যাণে কাজ করবেন।’
‘বিএনপি সেন্ট মার্টিন নিয়ে যে সকল কথা বলেছে তা গুজব’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সব সময় (গণমাধ্যমকর্মী) ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এ জন্য পছন্দ করি না যে ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাঁধে। যারা রাজনীতি করছেন ক্ষমতায় আছেন যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যা, গণমানুষের যে আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তাঁরা কীভাবে শাসক হবেন? আমরা দেখেছি গত দেড় যুগ ধরে এ দখলদার আওয়ামী লীগ সরকার জনগণের সকল আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। জনগণের অধিকারগুলোকে ভোটের অধিকারগুলোকে পদদলিত করেছে। গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে তাঁরা আজকে জোর করে শাসন ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।’
জনগণ এখন তাঁদের (আওয়ামী লীগ) পছন্দ করো না উল্লেখ করে ফখরুল বলেন, ‘জনগণ এখন তাঁদের ঘৃণা করতে শুরু করেছে। কারণ তাঁরা এখন শুধু মিথ্যে কথা বলে, প্রতারণা করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এ জন্যই আওয়ামী লীগ সরকারকে আমরা গুরুত্ব দেই না।’
বিএনপির এই নেতা বলেন, ‘মিয়ানমার ও সেন্ট মার্টিনের বর্তমান ইস্যুটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, যে যাই বলুক এটাই সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সকল জাহাজগুলো বন্ধ হয়ে গেছে। এই সত্যকে তাঁরা (আওয়ামী লীগ) কীভাবে অস্বীকার করবে। বিজিবির প্রধান সেখানে যাচ্ছে বারবার। সেনাবাহিনীর প্রধান বারবার বলছেন যে, আমরা সতর্ক আছি। তাহলে আমরা (বিএনপি) গুজব ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনের সঙ্গে মিয়ানমারের ঘটনাবলির একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার কারণে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না। সেখানকার যারা অধিবাসী তাঁরা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তাঁরা (আওয়ামী লীগ) স্বীকার না করে।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৭ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
১০ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
১১ ঘণ্টা আগে