Ajker Patrika

নয়াপল্টন জনসমুদ্র, বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৫: ২৫
নয়াপল্টন জনসমুদ্র, বিএনপির সমাবেশ শুরু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। 

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। 

সমাবেশ ঘিরে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো আসছেন নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে নয়াপল্টন মুখরিত হয়ে উঠেছে। 

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। তিনি ভার্চুয়ালি এই বক্তব্য রাখবেন। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত