সম্পাদকীয়
মীর মশাররফ হোসেন উনিশ শতকের অন্যতম বাঙালি মুসলমান সাহিত্যিক। তিনি সমকালের বিতর্কিত এবং এগিয়ে থাকা একজন লেখক ছিলেন। জমিদার বংশে তাঁর জন্ম, কিন্তু নাটকে তুলে ধরেছেন লম্পট, অত্যাচারী জমিদারদের কথা, ধর্মে মুসলমান হয়েও গোমাংস খাওয়ার বিরুদ্ধে কথা বলেছেন, যেকোনো ধর্মীয় মৌলবাদকে ঘৃণা করেছেন আজীবন। হিন্দু-মুসলমানের মিলনের জন্য আজীবন লিখেছেন তিনি। উদার দৃষ্টিকোণ থেকে ‘গোকুল নির্মূল আশঙ্কা’ প্রবন্ধ লিখে নিজ সমাজের দ্বারাই নিগৃহীত হন।
মীর মশাররফের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়ার লাহিনীপাড়ায়। তিনি নিজ বাড়িতে আরবি ও ফারসি শেখেন। পরে পাঠশালায় গিয়ে শেখেন বাংলা ভাষা। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় কুষ্টিয়া স্কুলে। পরে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে কলকাতার কালীঘাট স্কুলে ভর্তি হন। সেখানেই লেখাপড়ার ইতি ঘটে।
কর্মজীবনের শুরুতে তিনি পিতার জমিদারি দেখাশোনা করেন। পরে তিনি ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। একসময় কয়েক বছর কলকাতায় অবস্থান করেন।
ছাত্রাবস্থায় তিনি ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’য় মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। তিনি ‘আজিজননেহার’ ও ‘হিতকর’ নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন। কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থের রচয়িতা তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো: বসন্তকুমারী নাটক, জমিদার দর্পণ, এর উপায় কি, বিষাদ-সিন্ধু, সঙ্গীত লহরী, গো-জীবন, বেহুলা গীতাভিনয়, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়াঁর বস্তানী, মুসলমানদের বাঙ্গালা শিক্ষা, আমার জীবনী, আমার জীবনীর জীবনী বিবি কুলসুম ইত্যাদি। এর মধ্যে তাঁর অমর কীর্তি হলো ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসটি। একদিকে যুদ্ধ-হাহাকার-রক্তস্রোত; অন্যদিকে অনিঃশেষ প্রেমবাসনা উপন্যাসটিকে অনন্য করে তুলেছে। বিখ্যাত তাঁর ‘জমিদার দর্পণ’ নাটকটিও, যা ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।
১৯১২ সালের ১৯ ডিসেম্বর মীর মশাররফ হোসেন মৃত্যুবরণ করেন।
মীর মশাররফ হোসেন উনিশ শতকের অন্যতম বাঙালি মুসলমান সাহিত্যিক। তিনি সমকালের বিতর্কিত এবং এগিয়ে থাকা একজন লেখক ছিলেন। জমিদার বংশে তাঁর জন্ম, কিন্তু নাটকে তুলে ধরেছেন লম্পট, অত্যাচারী জমিদারদের কথা, ধর্মে মুসলমান হয়েও গোমাংস খাওয়ার বিরুদ্ধে কথা বলেছেন, যেকোনো ধর্মীয় মৌলবাদকে ঘৃণা করেছেন আজীবন। হিন্দু-মুসলমানের মিলনের জন্য আজীবন লিখেছেন তিনি। উদার দৃষ্টিকোণ থেকে ‘গোকুল নির্মূল আশঙ্কা’ প্রবন্ধ লিখে নিজ সমাজের দ্বারাই নিগৃহীত হন।
মীর মশাররফের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়ার লাহিনীপাড়ায়। তিনি নিজ বাড়িতে আরবি ও ফারসি শেখেন। পরে পাঠশালায় গিয়ে শেখেন বাংলা ভাষা। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় কুষ্টিয়া স্কুলে। পরে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে কলকাতার কালীঘাট স্কুলে ভর্তি হন। সেখানেই লেখাপড়ার ইতি ঘটে।
কর্মজীবনের শুরুতে তিনি পিতার জমিদারি দেখাশোনা করেন। পরে তিনি ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। একসময় কয়েক বছর কলকাতায় অবস্থান করেন।
ছাত্রাবস্থায় তিনি ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’য় মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। তিনি ‘আজিজননেহার’ ও ‘হিতকর’ নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন। কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থের রচয়িতা তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো: বসন্তকুমারী নাটক, জমিদার দর্পণ, এর উপায় কি, বিষাদ-সিন্ধু, সঙ্গীত লহরী, গো-জীবন, বেহুলা গীতাভিনয়, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়াঁর বস্তানী, মুসলমানদের বাঙ্গালা শিক্ষা, আমার জীবনী, আমার জীবনীর জীবনী বিবি কুলসুম ইত্যাদি। এর মধ্যে তাঁর অমর কীর্তি হলো ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসটি। একদিকে যুদ্ধ-হাহাকার-রক্তস্রোত; অন্যদিকে অনিঃশেষ প্রেমবাসনা উপন্যাসটিকে অনন্য করে তুলেছে। বিখ্যাত তাঁর ‘জমিদার দর্পণ’ নাটকটিও, যা ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।
১৯১২ সালের ১৯ ডিসেম্বর মীর মশাররফ হোসেন মৃত্যুবরণ করেন।
দেশে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সবকিছুই পুঁজিবাদের দুঃশাসনের অধীনেই; বাস্তবতা হচ্ছে, একমাত্র ক্ষমতা-বদল ভিন্ন তেমন কোনো রদবদল ঘটেনি। সবই আগের নিয়মে বহাল রয়েছে। ক্ষেত্রবিশেষে আরও অবনতি লক্ষ করা যাচ্ছে। বরং বলা যায়, পুঁজিবাদের চেহারার আরও উন্মোচন ঘটেছে। তালেবান বিতাড়নের নামে আফগানিস্তান দখল করা হয়েছে, কি
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাংকিং খাত আজ এক অভূতপূর্ব রূপান্তরের পথে। আমরা দেখতে পাই, প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে এআই হয়ে উঠেছে এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। ২০২৪ সালে সংসদে পাস হওয়া পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন এবং বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংক গাইডলাইন শাখাহীন অ্যাপনির্ভর ব্যাংকিংয়ের নতুন কাঠামো তৈরি করেছ
৫ ঘণ্টা আগেএকটি দেশের তরুণ প্রজন্ম হলো তার ভবিষ্যতের দিকনির্দেশক। তরুণেরা আসলে দেশের প্রাণশক্তি, তাদের হাতে লুকিয়ে থাকে দেশের উন্নয়নের চাবিকাঠি। কিন্তু যখন সেই তরুণেরা কাজ পায় না, তখন তাদের স্বপ্নগুলো যেন ধীরে ধীরে শুকিয়ে যাওয়া নদীর মতো নিঃশেষ হয়ে যায়। শিক্ষিত হয়েও যখন হাতে কাজ নেই, তখন হতাশা, দুশ্চিন্তা আর অস
৫ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই করে, সেই গরুর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। এ কথা শুনে মন খারাপ হয়ে গেল। আমাদের এই দেশে খানিকটা প্রোটিন খাওয়া যে অনেকের কাছেই বিলাসিতা, সে কথা কে না জানে! পৃথিবীর সবচেয়ে কম প্রোটিন খায় যে দেশগুলো, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে, অর্ধেকের কম দামে সুন্দরগঞ্জে
৫ ঘণ্টা আগে