ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া
ইদানীং লক্ষ করা যাচ্ছে, কোনো আসামিকে গ্রেপ্তার করা হলে তাঁকে মিডিয়ার সামনে হাজির করে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মালামাল সংবাদ সম্মেলনে দেখানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক জীবন চলে আসছে। আর এমনভাবে অভিযোগের বিষয় তুলে ধরা হয়, মনে হবে যেন তাঁর অপরাধ প্রমাণিত হয়েছে। আইনের মূলনীতির একটি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আদালত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত না করেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নির্দোষ। অথচ পুলিশ সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার আসামিদের দোষী সাব্যস্ত করে ফেলে।
ইদানীং কয়েকজন মডেল বা চিত্রনায়িকাকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমকে পুলিশ তাঁদের চরিত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। লক্ষ করা যাচ্ছে, কাউকে কাউকে রাতের রানিও বলা হচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি।
২০১৪ সালে বিচারপতি সামসুদ্দিন আহমেদ মানিকের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ একটি রায় দিয়েছিলেন। রায়ে বলা হয়েছিল, কোনো আসামিকে গ্রেপ্তারের পর তদন্তাধীন অবস্থায় ওই আসামিকে নিয়ে বা আসামির কাছ থেকে উদ্ধার করা জিনিসপত্র নিয়ে মিডিয়া ট্রায়াল করা যাবে না। সংবিধানের ১১১ অনুচ্ছেদটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। সেখান বলা হয়েছে, ‘আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যেকোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন-আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে।’ যেহেতু সুপ্রিম কোর্টের যেকোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন সব অধস্তন আদালতের জন্য অবশ্য পালনীয় হবে, সেহেতু সুপ্রিম কোর্টের যেকোনো বিভাগের আদেশ-নির্দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পালন করতে বাধ্য হবে। কিন্তু ওই রায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানছে না। তারা একের পর এক এ ধরনের সংবাদ সম্মেলন করছে। এটা এখন নিয়মিত চর্চার মধ্যে নিয়ে এসেছে। আসামির ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে।
ইদানীং লক্ষ করা যাচ্ছে, কোনো আসামিকে গ্রেপ্তার করা হলে তাঁকে মিডিয়ার সামনে হাজির করে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মালামাল সংবাদ সম্মেলনে দেখানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক জীবন চলে আসছে। আর এমনভাবে অভিযোগের বিষয় তুলে ধরা হয়, মনে হবে যেন তাঁর অপরাধ প্রমাণিত হয়েছে। আইনের মূলনীতির একটি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আদালত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত না করেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নির্দোষ। অথচ পুলিশ সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার আসামিদের দোষী সাব্যস্ত করে ফেলে।
ইদানীং কয়েকজন মডেল বা চিত্রনায়িকাকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমকে পুলিশ তাঁদের চরিত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। লক্ষ করা যাচ্ছে, কাউকে কাউকে রাতের রানিও বলা হচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি।
২০১৪ সালে বিচারপতি সামসুদ্দিন আহমেদ মানিকের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ একটি রায় দিয়েছিলেন। রায়ে বলা হয়েছিল, কোনো আসামিকে গ্রেপ্তারের পর তদন্তাধীন অবস্থায় ওই আসামিকে নিয়ে বা আসামির কাছ থেকে উদ্ধার করা জিনিসপত্র নিয়ে মিডিয়া ট্রায়াল করা যাবে না। সংবিধানের ১১১ অনুচ্ছেদটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। সেখান বলা হয়েছে, ‘আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যেকোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন-আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে।’ যেহেতু সুপ্রিম কোর্টের যেকোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন সব অধস্তন আদালতের জন্য অবশ্য পালনীয় হবে, সেহেতু সুপ্রিম কোর্টের যেকোনো বিভাগের আদেশ-নির্দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পালন করতে বাধ্য হবে। কিন্তু ওই রায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানছে না। তারা একের পর এক এ ধরনের সংবাদ সম্মেলন করছে। এটা এখন নিয়মিত চর্চার মধ্যে নিয়ে এসেছে। আসামির ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন এমন এক আবহে অনুষ্ঠিত হবে যে তা শুধু দেশে নয়, সারা পৃথিবীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনে গ্রহণযোগ্য নির্বাচনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা তাঁর নিজের এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে
২ ঘণ্টা আগেসোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫। আস্থা আছে কি না, স্বপ্রণোদিত হয়ে যাচাই করতে গিয়ে বিপাকে পড়েন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সংসদে ১৯৪ জন সংসদ সদস্য তাঁর ওপর আস্থা জানিয়ে ভোট দিলেও ৩৬৪ জন তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ফ্রান্সের আইনপ্রণেতা হচ্ছেন মোট ৫৭৭ জন। ফলে মাত্র ৯ মাস ক্ষমতায়
২ ঘণ্টা আগেসময় এখন অদ্ভুত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ তার হাজার বছরের ইতিহাসে অনেক বিপ্লবের সাক্ষী হয়েছে—কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি। প্রতিটি বিপ্লব আমাদের জীবনধারায় গভীর পরিবর্তন এনেছে, কেউ কেউ পেছনে পড়ে গেছে, কেউ সামনের সারিতে উঠে এসেছে। কিন্তু এইবার যা আসছে, তা হয়তো আর কাউকে কেবল পেছনেই ফেলবে না; বরং মানুষক
২ ঘণ্টা আগেবাংলাদেশে ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত কীটনাশক ব্যবহারের পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। আজকের পত্রিকায় ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল’ (ক্যাবি) আয়োজিত এক কর্মশালায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে