নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সেটি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
সংস্থা দুটি হলো—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। একই সঙ্গে তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না, সেটিও জানতে চেয়েছে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নির্বাচন কেমন হবে, তা জানতে চান পর্যবেক্ষকেরা। তাঁরা জানতে চেয়েছেন আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না? আমরাও চাই নির্বাচন অবাধ হোক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। মানবাধিকার কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, তা-ও জানিয়েছি।’
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘নির্বাচনে পূর্ববতী ও পরবর্তী কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না তা-ও তাঁরা জানতে চেয়েছেন। আমরা বিস্তারিত জানিয়েছি। তাঁরা নির্বাচন-পরবর্তী অবস্থাও পর্যবেক্ষণ করবেন। একটি সহিংসতাপূর্ণ নির্বাচন সবার কাছেই চিন্তার বিষয়। সাম্প্রতিক সময়ের কিছু কিছু বিষয়ও হয়তো তাঁদের নজরে এসেছে। তাঁরা চান, যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসে।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করেছি। সেখানে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ের আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কিছু দিকনির্দেশনাও দিয়েছি। এ বিষয়গুলো আজ নির্বাচন পর্যবেক্ষকদের জানিয়েছি। তাঁরা এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপির নেতা-কর্মীর আটকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্ঘাতমূলক কিছু না থাকলে লিফলেট বিতরণ করা যার যার অধিকার।’
কারাগারে বিএনপির আট নেতার মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিয়মিতভাবে কারাগারগুলো পরিদর্শন করছি। কারাগারে যেন কোনো ধরনের নির্যাতন না হয়, এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বিভিন্ন সময় এ বিষয়টি জানিয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সেটি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
সংস্থা দুটি হলো—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। একই সঙ্গে তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না, সেটিও জানতে চেয়েছে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নির্বাচন কেমন হবে, তা জানতে চান পর্যবেক্ষকেরা। তাঁরা জানতে চেয়েছেন আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না? আমরাও চাই নির্বাচন অবাধ হোক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। মানবাধিকার কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, তা-ও জানিয়েছি।’
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘নির্বাচনে পূর্ববতী ও পরবর্তী কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না তা-ও তাঁরা জানতে চেয়েছেন। আমরা বিস্তারিত জানিয়েছি। তাঁরা নির্বাচন-পরবর্তী অবস্থাও পর্যবেক্ষণ করবেন। একটি সহিংসতাপূর্ণ নির্বাচন সবার কাছেই চিন্তার বিষয়। সাম্প্রতিক সময়ের কিছু কিছু বিষয়ও হয়তো তাঁদের নজরে এসেছে। তাঁরা চান, যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসে।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করেছি। সেখানে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ের আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কিছু দিকনির্দেশনাও দিয়েছি। এ বিষয়গুলো আজ নির্বাচন পর্যবেক্ষকদের জানিয়েছি। তাঁরা এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপির নেতা-কর্মীর আটকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্ঘাতমূলক কিছু না থাকলে লিফলেট বিতরণ করা যার যার অধিকার।’
কারাগারে বিএনপির আট নেতার মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিয়মিতভাবে কারাগারগুলো পরিদর্শন করছি। কারাগারে যেন কোনো ধরনের নির্যাতন না হয়, এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বিভিন্ন সময় এ বিষয়টি জানিয়েছি।’
সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর ভেরিফাইড পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ মিনিট আগেপাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সরকারি সফরে গতকাল বুধবার রাতে ঢাকা এসেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের মন্ত্রীকে স্বাগত জানান।
২৯ মিনিট আগেসরকারি (অফিশিয়াল) ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির তালিকায় ৩০তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে পাকিস্তান। বিশ্বের ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। কিন্তু আশপাশের দেশ হিসেবে বাকি রয়ে গেছে পাকিস্তান।
৮ ঘণ্টা আগেরাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ১৬৭ জনের মধ্যে বেশির ভাগের মাথার খুলি ছিল না বলে জানিয়েছেন সেখানকার সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে তিনি এই তথ্য দেন।
৮ ঘণ্টা আগে