তিনি আরও বলেন, ‘আন্দোলনকারী যে সমস্ত দল আমাদের সঙ্গে ছিল, তাদেরও বলব, ছাত্রদেরও বলব—আসুন আমরা জনগণের কাছে যাই। জনগণ কখনো ভুল করে না। ’৬২, ’৬৯, ’৭০, ’৭৫, ’৯০ এবং ’২৪ সালেও ভুল করেনি। কাজেই জনগণের ওপর আমাদের আস্থা রাখতে হবে। আমরা জনগণের ওপর আস্থা রেখেই নির্বাচনে যেতে চাই। আপনারাও আসেন।’