Ajker Patrika

‘বাংলাদেশের এমন হার দুঃখজনক’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৩: ১৪
শেষ মুহূর্তে গোল হজম করে হেরে গেছে বাংলাদেশ। ছবি: আজকের পত্রিকা
শেষ মুহূর্তে গোল হজম করে হেরে গেছে বাংলাদেশ। ছবি: আজকের পত্রিকা

শমিত শোমের গোলের পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু বাঁধভাঙা উদযাপন। কারণ, ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিট সময়ে শমিতের গোলে হংকংয়ের বিপক্ষে ৩-৩ গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ। আর কিছুটা সময় কাটিয়ে দিতে পারলেই পয়েন্ট হারাতে হতো না হাভিয়ের কাবরেরার দলের। কিন্তু স্বাগতিকদের শেষ রক্ষা হয়নি।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল রেফারির শেষ বাঁশি বাজতে যখন অল্প কিছুক্ষণ বাকি, সেই মুহূর্তে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের হৃদয় ভেঙে চূড়মার করে দিয়েছেন হংকং ফরোয়ার্ড রাফায়েল মেরকিয়েস। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১০ মিনিটে মার্কিসের গোলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিমের মতে এভাবে শেষ মুহূর্তে গোল হজম করাটা দুঃখজনক। ম্যাচ শেষে সাংবাদিকদের ফাহাদ বলেন, ‘ফল তো প্রত্যাশিত না। আপনারাও প্রত্যাশা করেননি এমন ফল। বিশেষ করে শেষ মুহূর্তে যখন ৩-৩ করে ফেললাম, তখন গোল হজম করাটা নিঃসন্দেহে হৃদয়বিদারক। খুবই দুর্ভাগ্যজনক।’

জাতীয় স্টেডিয়ামে গতকাল ১৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে শুরুতেই লিড এনে দেন হামজা। তাঁর এই গোলের পর গ্যালারিতে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। এরপরই বাংলাদেশের ছন্দপতন। হংকং তিন গোল দিয়ে বসলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ মুহূর্তে শেখ মোরসালিন, শমিত শোমের গোলে সমতায় ফিরলেও রাফায়েল মার্কিসের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের।

বাংলাদেশ-হংকং ম্যাচে যে ৭ গোল হয়েছে, তাতে ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে মনে করেন ফাহাদ। গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের বাফুফে সহসভাপতি বলেন, ‘আপনি যদি ফুটবলের দিক থেকে চিন্তা করেন, একটা ম্যাচে ৭ গোল হয়েছে। ম্যাচ যে প্রতিযোগিতামূলক হয়েছে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের ফুটবলাররা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত ভালো খেলেছে। সেটা গুরুত্বপূর্ণ। ছেলেরা জিততে পারেনি। তবে আমরা তাদের পাশে আছি। আশা করি, দেশবাসীও তাদের পাশে থাকবেন।’

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। হামজা-শমিতদের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত। এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনেকটাই শেষ বাংলাদেশের। এখন হাতে থাকা তিন ম্যাচ তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে অন্যান্যদের ফলের দিকে। ফাহাদের আশা সামনে বাংলাদেশ দারুণ কিছু করবে। বাফুফে সহসভাপতি বলেন, ‘তবু এটা ফুটবল। একটা খেলার তো ব্যাপার নয়। দেখা যাক। আশা করি আপনাদের সমর্থন,ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে আগামীতে ফল পাব ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ফোন বন্ধ পেলে ধরে নিবা মারা গেছি’, স্ত্রীকে বলেছিলেন ইউক্রেনে নিহত রাজবাড়ীর নজরুল

শাহবাগে গত রাতে ফুটপাত থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

নার্সিং হোমে বয়স্ক পুরুষদের ওষুধ খেতে উৎসাহিত করতে মিনি স্কার্ট পরে তরুণীর নাচ

ফিলিস্তিনিদের বের করে দেওয়া হবে না, বরং উল্টোটা ঘটবে: ট্রাম্প

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছেন ইসরায়েলের দুজন প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত