ক্রীড়া ডেস্ক
শমিত শোমের গোলের পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু বাঁধভাঙা উদযাপন। কারণ, ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিট সময়ে শমিতের গোলে হংকংয়ের বিপক্ষে ৩-৩ গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ। আর কিছুটা সময় কাটিয়ে দিতে পারলেই পয়েন্ট হারাতে হতো না হাভিয়ের কাবরেরার দলের। কিন্তু স্বাগতিকদের শেষ রক্ষা হয়নি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল রেফারির শেষ বাঁশি বাজতে যখন অল্প কিছুক্ষণ বাকি, সেই মুহূর্তে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের হৃদয় ভেঙে চূড়মার করে দিয়েছেন হংকং ফরোয়ার্ড রাফায়েল মেরকিয়েস। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১০ মিনিটে মার্কিসের গোলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিমের মতে এভাবে শেষ মুহূর্তে গোল হজম করাটা দুঃখজনক। ম্যাচ শেষে সাংবাদিকদের ফাহাদ বলেন, ‘ফল তো প্রত্যাশিত না। আপনারাও প্রত্যাশা করেননি এমন ফল। বিশেষ করে শেষ মুহূর্তে যখন ৩-৩ করে ফেললাম, তখন গোল হজম করাটা নিঃসন্দেহে হৃদয়বিদারক। খুবই দুর্ভাগ্যজনক।’
জাতীয় স্টেডিয়ামে গতকাল ১৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে শুরুতেই লিড এনে দেন হামজা। তাঁর এই গোলের পর গ্যালারিতে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। এরপরই বাংলাদেশের ছন্দপতন। হংকং তিন গোল দিয়ে বসলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ মুহূর্তে শেখ মোরসালিন, শমিত শোমের গোলে সমতায় ফিরলেও রাফায়েল মার্কিসের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের।
বাংলাদেশ-হংকং ম্যাচে যে ৭ গোল হয়েছে, তাতে ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে মনে করেন ফাহাদ। গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের বাফুফে সহসভাপতি বলেন, ‘আপনি যদি ফুটবলের দিক থেকে চিন্তা করেন, একটা ম্যাচে ৭ গোল হয়েছে। ম্যাচ যে প্রতিযোগিতামূলক হয়েছে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের ফুটবলাররা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত ভালো খেলেছে। সেটা গুরুত্বপূর্ণ। ছেলেরা জিততে পারেনি। তবে আমরা তাদের পাশে আছি। আশা করি, দেশবাসীও তাদের পাশে থাকবেন।’
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। হামজা-শমিতদের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত। এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনেকটাই শেষ বাংলাদেশের। এখন হাতে থাকা তিন ম্যাচ তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে অন্যান্যদের ফলের দিকে। ফাহাদের আশা সামনে বাংলাদেশ দারুণ কিছু করবে। বাফুফে সহসভাপতি বলেন, ‘তবু এটা ফুটবল। একটা খেলার তো ব্যাপার নয়। দেখা যাক। আশা করি আপনাদের সমর্থন,ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে আগামীতে ফল পাব ইনশা আল্লাহ।’
শমিত শোমের গোলের পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু বাঁধভাঙা উদযাপন। কারণ, ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিট সময়ে শমিতের গোলে হংকংয়ের বিপক্ষে ৩-৩ গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ। আর কিছুটা সময় কাটিয়ে দিতে পারলেই পয়েন্ট হারাতে হতো না হাভিয়ের কাবরেরার দলের। কিন্তু স্বাগতিকদের শেষ রক্ষা হয়নি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল রেফারির শেষ বাঁশি বাজতে যখন অল্প কিছুক্ষণ বাকি, সেই মুহূর্তে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের হৃদয় ভেঙে চূড়মার করে দিয়েছেন হংকং ফরোয়ার্ড রাফায়েল মেরকিয়েস। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১০ মিনিটে মার্কিসের গোলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিমের মতে এভাবে শেষ মুহূর্তে গোল হজম করাটা দুঃখজনক। ম্যাচ শেষে সাংবাদিকদের ফাহাদ বলেন, ‘ফল তো প্রত্যাশিত না। আপনারাও প্রত্যাশা করেননি এমন ফল। বিশেষ করে শেষ মুহূর্তে যখন ৩-৩ করে ফেললাম, তখন গোল হজম করাটা নিঃসন্দেহে হৃদয়বিদারক। খুবই দুর্ভাগ্যজনক।’
জাতীয় স্টেডিয়ামে গতকাল ১৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে শুরুতেই লিড এনে দেন হামজা। তাঁর এই গোলের পর গ্যালারিতে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। এরপরই বাংলাদেশের ছন্দপতন। হংকং তিন গোল দিয়ে বসলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ মুহূর্তে শেখ মোরসালিন, শমিত শোমের গোলে সমতায় ফিরলেও রাফায়েল মার্কিসের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের।
বাংলাদেশ-হংকং ম্যাচে যে ৭ গোল হয়েছে, তাতে ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে মনে করেন ফাহাদ। গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের বাফুফে সহসভাপতি বলেন, ‘আপনি যদি ফুটবলের দিক থেকে চিন্তা করেন, একটা ম্যাচে ৭ গোল হয়েছে। ম্যাচ যে প্রতিযোগিতামূলক হয়েছে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের ফুটবলাররা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত ভালো খেলেছে। সেটা গুরুত্বপূর্ণ। ছেলেরা জিততে পারেনি। তবে আমরা তাদের পাশে আছি। আশা করি, দেশবাসীও তাদের পাশে থাকবেন।’
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। হামজা-শমিতদের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত। এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনেকটাই শেষ বাংলাদেশের। এখন হাতে থাকা তিন ম্যাচ তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে অন্যান্যদের ফলের দিকে। ফাহাদের আশা সামনে বাংলাদেশ দারুণ কিছু করবে। বাফুফে সহসভাপতি বলেন, ‘তবু এটা ফুটবল। একটা খেলার তো ব্যাপার নয়। দেখা যাক। আশা করি আপনাদের সমর্থন,ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে আগামীতে ফল পাব ইনশা আল্লাহ।’
অন্তিম মুহূর্তের গোলে হংকং ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। গতকাল এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ৪–৩ ব্যবধানে হারায় মূল পর্বে উঠার সম্ভাবনা কার্যত শেষ করেছে হাভিয়ের কাবরেরার দল। তবে এই হার থেকেও বাংলাদেশের প্রাপ্তি দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
১৯ মিনিট আগেরাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ (অনূর্ধ্ব-১৮) প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জারিফ আবরার । দেশেকিংবা বিদেশের মাটিতে তো বটেই, রাজশাহীর গত ২৯টি আসরেও এর আগে বাংলাদেশের কেউ আইটিএফ চ্যাম্পিয়ন হতে পারেনি।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেটের ভবিষ্যত যাদের হাতে যশস্বী জয়শওয়াল তাদের মধ্যে অন্যতম। অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ধারাবাহিকভাবে রান করে এরই মধ্যে ভারতের টেস্ট দলের ভরসায় পরিণত হয়েছেন। এবার দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন জয়সওয়াল।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্ব শেষে আর্জেন্টিনার এখন নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। অক্টোবরে যে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আলবিসেলেস্তেরা, সেই দলে আছেন লিওনেল মেসিও। ম্যাচটি যেখানে হবে, সেই এলাকা মেসির খুব ভালো করে চেনা। তবু আর্জেন্টাইন ফরোয়ার্ডের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে