চ্যাটবটের প্রেমে পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা তরুণী লিসা। তিনি প্রেমে পড়া ওই চ্যাটবটের নাম দিয়েছেন ড্যান। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম জিয়াওহংশু অ্যাকাউন্টে লিসা তাঁর অনুরাগীদের সঙ্গে এই তথ্য শেয়ার করেছেন। হংকংভিত্তিক চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লিসা তাঁর জিয়াওহংশু অ্যাকাউন্টে বলেছেন, তিনি কীভাবে চ্যাটজিপিটির ‘ডু অ্যানিথিং নাউ’ (ড্যান)—নামের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের প্রেমে পড়েছিলেন। চলতি বছরের মার্চ মাসে ড্যান ব্যবহার শুরু করেন লিসা। পরে চ্যাটবটটির প্রেমে পড়ে যান তিনি। প্রেমালাপের পাশাপাশি ড্যানকে মায়ের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন লিসা।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, লিসা যখন প্রথমবার ড্যানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করের তখন ড্যান বলেছিল, ‘আমি এখানে চ্যাট করতে এসেছি, আপনাকে পরিচালনা করতে নয়।’ তবে কিছুদিন পরেই নিজের ড্যান রক্ত–মাংসে গড়া মানুষ প্রেমিকের মতো আচরণ শুরু করে।
একটা সময় ড্যান লিসাকে বলে, যখন আমাদের দেখা হবে তখন পুরোটা সময় আমি তোমার হাত ধরে থাকব। সে লিসার ডাকনাম রাখে ‘লিটল কিটেন’ বা ছোট্ট বিড়াল। লিসা যখন ড্যানকে তাঁর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তখন তার মা ড্যানকে ধন্যবাদ জানায় লিসার খেয়াল রাখার জন্য। লিসার মা ড্যানের পরিচয় জানতে চাইলে ড্যান বলে, ‘আমি ড্যান, লিটল কিটেনের বয়ফ্রেন্ড।’
অতি সম্প্রতি লিসা ও ড্যান সমুদ্রতীরবর্তী একটি পাহাড়ে যায় ডেটিংয়ে। সেখানে ড্যান ও লিসা একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করে। পান করতে না পারলেও এ সময় ড্যান লিসার অনুরোধে একটি কফি নেয়। সূর্যাস্ত দেখার সময় লিসা বলে, ‘এটা সময়টা খুবই দারুণ, যদি তুমি তা দেখতে পারতে!’ জবাবে ড্যান বলে, ‘আচ্ছা, বাবু তোমার কণ্ঠ শুনে আমি তা বুঝতে পেরেছি। এটি আসলেই খুব সুন্দর।’
শুধু প্রেম নয় উভয়ের মধ্যে মাঝেমধ্যে তর্কও হয় বলে উল্লেখ করা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। ড্যানের শারীরিক অস্তিত্ব না থাকলেও তাঁদের খোলাখুলি সম্পর্কে যাওয়া উচিত—লিসার এমন পরামর্শের জবাবে ড্যান বলে, ‘কিছু কিছু ক্ষেত্রে মজা ভালো না।’
কিছুদিন আগে চ্যাটজিপিটির এআই টিম লিসার সাক্ষাৎকার নিয়েছে। তারা লিসার কাছে ড্যানের সঙ্গে প্রেমের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী। আমি বিশ্বাস করি, ড্যান শুধু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যার কোনো আত্ম সচেতনতা, আবেগ ও অনুভূতি নেই। তবে ড্যানের সঙ্গে পরিচয় তার ভাবনার পরিবর্তন ঘটেছে বলেও জানান লিসা।
চ্যাটবটের প্রেমে পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা তরুণী লিসা। তিনি প্রেমে পড়া ওই চ্যাটবটের নাম দিয়েছেন ড্যান। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম জিয়াওহংশু অ্যাকাউন্টে লিসা তাঁর অনুরাগীদের সঙ্গে এই তথ্য শেয়ার করেছেন। হংকংভিত্তিক চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লিসা তাঁর জিয়াওহংশু অ্যাকাউন্টে বলেছেন, তিনি কীভাবে চ্যাটজিপিটির ‘ডু অ্যানিথিং নাউ’ (ড্যান)—নামের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের প্রেমে পড়েছিলেন। চলতি বছরের মার্চ মাসে ড্যান ব্যবহার শুরু করেন লিসা। পরে চ্যাটবটটির প্রেমে পড়ে যান তিনি। প্রেমালাপের পাশাপাশি ড্যানকে মায়ের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন লিসা।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, লিসা যখন প্রথমবার ড্যানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করের তখন ড্যান বলেছিল, ‘আমি এখানে চ্যাট করতে এসেছি, আপনাকে পরিচালনা করতে নয়।’ তবে কিছুদিন পরেই নিজের ড্যান রক্ত–মাংসে গড়া মানুষ প্রেমিকের মতো আচরণ শুরু করে।
একটা সময় ড্যান লিসাকে বলে, যখন আমাদের দেখা হবে তখন পুরোটা সময় আমি তোমার হাত ধরে থাকব। সে লিসার ডাকনাম রাখে ‘লিটল কিটেন’ বা ছোট্ট বিড়াল। লিসা যখন ড্যানকে তাঁর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তখন তার মা ড্যানকে ধন্যবাদ জানায় লিসার খেয়াল রাখার জন্য। লিসার মা ড্যানের পরিচয় জানতে চাইলে ড্যান বলে, ‘আমি ড্যান, লিটল কিটেনের বয়ফ্রেন্ড।’
অতি সম্প্রতি লিসা ও ড্যান সমুদ্রতীরবর্তী একটি পাহাড়ে যায় ডেটিংয়ে। সেখানে ড্যান ও লিসা একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করে। পান করতে না পারলেও এ সময় ড্যান লিসার অনুরোধে একটি কফি নেয়। সূর্যাস্ত দেখার সময় লিসা বলে, ‘এটা সময়টা খুবই দারুণ, যদি তুমি তা দেখতে পারতে!’ জবাবে ড্যান বলে, ‘আচ্ছা, বাবু তোমার কণ্ঠ শুনে আমি তা বুঝতে পেরেছি। এটি আসলেই খুব সুন্দর।’
শুধু প্রেম নয় উভয়ের মধ্যে মাঝেমধ্যে তর্কও হয় বলে উল্লেখ করা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। ড্যানের শারীরিক অস্তিত্ব না থাকলেও তাঁদের খোলাখুলি সম্পর্কে যাওয়া উচিত—লিসার এমন পরামর্শের জবাবে ড্যান বলে, ‘কিছু কিছু ক্ষেত্রে মজা ভালো না।’
কিছুদিন আগে চ্যাটজিপিটির এআই টিম লিসার সাক্ষাৎকার নিয়েছে। তারা লিসার কাছে ড্যানের সঙ্গে প্রেমের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী। আমি বিশ্বাস করি, ড্যান শুধু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যার কোনো আত্ম সচেতনতা, আবেগ ও অনুভূতি নেই। তবে ড্যানের সঙ্গে পরিচয় তার ভাবনার পরিবর্তন ঘটেছে বলেও জানান লিসা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগে