চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ শনিবার খবরটি দিয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন শিশু তা জানায়নি সিনহুয়া।
গতকাল শুক্রবার মধ্যরাতে হেনানের ইয়ানশানপু এলাকার ইংচাই স্কুলের ছাত্রাবাসে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবরটি স্থানীয় দমকল বিভাগকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিনহুয়া জানায়, অগ্নিকাণ্ডে আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল। স্থানীয় কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং স্কুল-সংশ্লিষ্ট অন্তত একজনকে আটক করা হয়েছে।
চীনে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুলে নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকায় কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। চীনের সামাজিক প্ল্যাটফর্ম ওয়েইবোতে এক মন্তব্যকারী লিখেছেন, ‘এটা খুবই ভয়ের ব্যাপার যে, ১৩টি পরিবারের ১৩টি শিশু এক মুহূর্তেই চলে গেল। এ ঘটনায় কঠোর শাস্তি দেওয়া না হলে তাদের আত্মা শান্তি পাবে না।’
নিরাপত্তাব্যবস্থার মান ভালো না হওয়ায় চীনে আগুন এবং অন্যান্য মারাত্মক দুর্ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত নভেম্বরে উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছিল ২৬ জন। এর আগে জুলাইয়ে চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলের ব্যায়ামাগারের ছাদ ধসে ১১ জন মারা গিয়েছিল।
এর আগের মাসে উত্তর-পশ্চিম চীনের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত হয় ৩১ জন। এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালের অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়। বাঁচার আশায় জানালা দিয়ে লাফ দিতে বাধ্য হয় কয়েকজন।
নভেম্বরে কয়লা কোম্পানিতে আগুন লাগার পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির প্রধান প্রধান শিল্পে কী কী ঝুঁকি আছে তা খুঁজে বের করতে তদন্ত, জরুরি পরিকল্পনা এবং প্রতিরোধব্যবস্থা উন্নত করার আহ্বান জানান।
চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ শনিবার খবরটি দিয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন শিশু তা জানায়নি সিনহুয়া।
গতকাল শুক্রবার মধ্যরাতে হেনানের ইয়ানশানপু এলাকার ইংচাই স্কুলের ছাত্রাবাসে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবরটি স্থানীয় দমকল বিভাগকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিনহুয়া জানায়, অগ্নিকাণ্ডে আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল। স্থানীয় কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং স্কুল-সংশ্লিষ্ট অন্তত একজনকে আটক করা হয়েছে।
চীনে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুলে নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকায় কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। চীনের সামাজিক প্ল্যাটফর্ম ওয়েইবোতে এক মন্তব্যকারী লিখেছেন, ‘এটা খুবই ভয়ের ব্যাপার যে, ১৩টি পরিবারের ১৩টি শিশু এক মুহূর্তেই চলে গেল। এ ঘটনায় কঠোর শাস্তি দেওয়া না হলে তাদের আত্মা শান্তি পাবে না।’
নিরাপত্তাব্যবস্থার মান ভালো না হওয়ায় চীনে আগুন এবং অন্যান্য মারাত্মক দুর্ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত নভেম্বরে উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছিল ২৬ জন। এর আগে জুলাইয়ে চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলের ব্যায়ামাগারের ছাদ ধসে ১১ জন মারা গিয়েছিল।
এর আগের মাসে উত্তর-পশ্চিম চীনের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত হয় ৩১ জন। এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালের অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়। বাঁচার আশায় জানালা দিয়ে লাফ দিতে বাধ্য হয় কয়েকজন।
নভেম্বরে কয়লা কোম্পানিতে আগুন লাগার পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির প্রধান প্রধান শিল্পে কী কী ঝুঁকি আছে তা খুঁজে বের করতে তদন্ত, জরুরি পরিকল্পনা এবং প্রতিরোধব্যবস্থা উন্নত করার আহ্বান জানান।
ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বন্দিবিনিমিয় এবং যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে উদ্যাপন শুরু হয়েছে। ইসরায়েলিরা বন্দী ফিরে পাবে এই আনন্দে উদ্যাপন করছে। অন্যদিকে হামলা বন্ধের আনন্দ উদ্যাপন করছে গাজাবাসী। তবে তাঁদের এই উদ্যাপনের মধ্যে ছড়িয়ে রয়েছে বিষাদ।
৫ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় অবশেষে গত বৃহস্পতিবার যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে তারা। গতকাল শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা।
৫ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেছে গাজাবাসী। গতকাল শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিওতে দেখা যায়, গাজার সৈকতে আছড়ে পড়ছে ভূমধ্যসাগরের ঢেউ আর পাশের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছে হাজারো মানুষ। গাজার দক্ষিণাঞ্চল থেকে গাজা শহর এবং উত্তর গাজার দিকে যাচ্ছে তারা।
৬ ঘণ্টা আগেভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জিতলেন এবারের শান্তিতে নোবেল পুরস্কার। গতকাল শুক্রবার তাঁর নাম ঘোষণা করে নোবেল কমিটি বলেছে, ২০২৫ সালের শান্তির নোবেল এমন একজনের হাতে যাচ্ছে, যিনি সাহসী এবং শান্তির জন্য লড়াই জারি রেখেছেন। একই সঙ্গে অন্ধকার সময়ে ভেনেজুয়েলায় গণতন্ত্রের আলো...
৬ ঘণ্টা আগে