অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চল রাফাহে ইসরায়েলি হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের এই আশ্রয়স্থলে ইসরায়েলি অভিযান প্রত্যাখ্যান করেছে চীন। দেশটি বলেছে, ইসরায়েলি অভিযান এই অঞ্চলে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি করবে। এই অবস্থায় চীন অতি দ্রুত রাফাহে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার রাফাহে মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, রাফাহে যুদ্ধ বন্ধ না হলে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দেবে।
চীন বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এমন যেকোনো হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন।’ বিবৃতিতে রাফাহে অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করে এমন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানো যায় এবং রাফাহে আরও বড় পরিসরে সৃষ্টি হতে যাওয়া মানবিক বিপর্যয় এড়ানো যায়।’
এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেন, রাফাহে যারা আশ্রয় নিয়েছে, তারা নাজুক অবস্থায় আছে। সেখানে কোনোভাবেই অভিযান চালানো উচিত হবে না।
বাইডেন বলেন, ‘রাফাহে আশ্রয় নেওয়া এবং সেখানে বসবাসরত ১০ লাখেরও বেশি মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও তাদের জন্য সহায়তা নিশ্চিত না করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি এগিয়ে নেওয়া উচিত হবে না।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ‘সহিংসতার কারণে গাজার উত্তরাঞ্চলের লাখো মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং এখন তারা রাফাহে আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে নাজুক পরিস্থিতিতে আছে। তাদের রক্ষা করা দরকার।’ এ সময় বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ যুদ্ধবিরতির পদক্ষেপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত করতে দিনরাত কাজ করছে।
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চল রাফাহে ইসরায়েলি হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের এই আশ্রয়স্থলে ইসরায়েলি অভিযান প্রত্যাখ্যান করেছে চীন। দেশটি বলেছে, ইসরায়েলি অভিযান এই অঞ্চলে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি করবে। এই অবস্থায় চীন অতি দ্রুত রাফাহে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার রাফাহে মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, রাফাহে যুদ্ধ বন্ধ না হলে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দেবে।
চীন বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এমন যেকোনো হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন।’ বিবৃতিতে রাফাহে অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করে এমন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানো যায় এবং রাফাহে আরও বড় পরিসরে সৃষ্টি হতে যাওয়া মানবিক বিপর্যয় এড়ানো যায়।’
এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেন, রাফাহে যারা আশ্রয় নিয়েছে, তারা নাজুক অবস্থায় আছে। সেখানে কোনোভাবেই অভিযান চালানো উচিত হবে না।
বাইডেন বলেন, ‘রাফাহে আশ্রয় নেওয়া এবং সেখানে বসবাসরত ১০ লাখেরও বেশি মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও তাদের জন্য সহায়তা নিশ্চিত না করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি এগিয়ে নেওয়া উচিত হবে না।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ‘সহিংসতার কারণে গাজার উত্তরাঞ্চলের লাখো মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং এখন তারা রাফাহে আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে নাজুক পরিস্থিতিতে আছে। তাদের রক্ষা করা দরকার।’ এ সময় বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ যুদ্ধবিরতির পদক্ষেপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত করতে দিনরাত কাজ করছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৪ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে