Ajker Patrika

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ১১: ৩০
গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের কামারখন্দে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আগে মঙ্গলবার ঈদের দিন বিকেলে ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিনই মামলা করা হয়। পরদিন বুধবার মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে শেফালী নামের ওই গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করেন তাঁর প্রতিবেশী নজরুল ইসলাম। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। আহত অবস্থায় শেফালী বেগমকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন তাঁর মেয়ে মাকসুদা বেগম বাদী হয়ে নজরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে হাছান মাহমুদের সঙ্গে প্রতিবেশী নজরুলের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ ওই জমির কলাগাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে প্রতিপক্ষের লোকজন হাছান মাহমুদের স্ত্রী শেফালী বেগমকে একটি গাছে বেঁধে মারধর করেন।

কামারখন্দ থানার ওসি আরও জানান, মামলার প্রধান আসামি নজরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত