Ajker Patrika

১০ ইটভাটার মালিককে ৫০ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাভারনিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ২৫
১০ ইটভাটার মালিককে ৫০ লাখ জরিমানা

অবৈধ ইটভাটা বন্ধে ঢাকা জেলায় প্রথম অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১০টি ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে ভাটার মালিকদের ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম তামজীদ আহমেদ। তাঁকে সহায়তা করেন অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক জিয়াউল হক, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার ও মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব।

সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত প্রথম অভিযান পরিচালনা করেন ধামরাইয়ের সানোরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার মদিনা ব্রিকস নামের একটি ইটভাটায়। অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে ভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মদিনা ব্রিকসে অভিযানের পর পর্যায়ক্রমে ওই এলাকার রাহাত ব্রিকস, মক্কা মদিনা ব্রিকস, খান ব্রিকস, এমএসবি ব্রিকস, নূর ব্রিকস ও ফারুক ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে এসব ভাটা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়।

পরে মহিষাষির তুহিন সুপার ব্রিকস এবং কালামপুরের মার্ক ও কালামপুর ব্রিকস নামের তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন আদালত। এসব ভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী হাকিম তামজীদ আহমেদ বলেন, ‘ধামরাইয়ের ১০টি অবৈধ ইটভাটায় এ অভিযান চালানো হয়। যার সব কটির অবস্থান নিষিদ্ধ এলাকার মধ্যে। এ ধরনের অভিযান চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত