Ajker Patrika

উচ্ছেদ, দখল, ফের উচ্ছেদ

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ২৬
উচ্ছেদ, দখল, ফের উচ্ছেদ

যশোরের মনিরামপুর বাজারের ফুটপাতে এক দিনের ব্যবধানে দুই বার উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার দুপুরে মাছ বাজারের প্রবেশপথের সড়ক দখল করে বসানো দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে সেখানে পুনরায় ব্যবসায়ীরা দোকান খুলে বসেন। পরদিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফুটপাত দখল করে ফল বিক্রি করতে দেখা গেছে উচ্ছেদ হওয়া বিক্রেতাদের।

বিকেলে এই প্রতিনিধির কাছ থেকে ফুটপাত দখলের খবর পেয়ে সন্ধ্যায় আবারও উচ্ছেদ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী একই স্থানে দু্ই বার এই অভিযান চালন।

সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়ক থেকে মাছবাজারের প্রবেশ পথের মাঝখানে দুটি ভ্যানগাড়ির ওপরে বিভিন্ন রকমের ফল সাজিয়ে রেখে বিক্রি করছেন হাকোবা গ্রামের দুই ভাই আব্দুল কাদের ও সিরাজুল ইসলাম। পাশেই নিচে বসে দুজন ফল বিক্রি করছেন। তাঁদের আশপাশের ফুটপাতে দোকান নিয়ে বসে আছেন আরও কয়েকজন ফল বিক্রেতা।

এ সময় কথা বলে জানা যায়, ভ্যানে ফল বিক্রি করা দুই ভাইকে দিনে ৫০ টাকা করে ১০০ টাকা খাজনা দিতে হয়। বাকিদের দিতে হয় ৩০ টাকা করে। ২-৩ জন যুবক নিয়মিত এ টাকা আদায় করেন। যদিও পৌর কর্তৃপক্ষ এ রাস্তা কাউকে ইজারা দেয়নি।

জামাল হোসেন নামে এক ফল বিক্রেতা বলেন, ‘এখানে বহুদিন ধরে আমরা ফল বেচি। এর ওপরে আমাদের সংসার চলে। তুলে দিলে যাব কোথায়।’

জামাল হোসেন বলেন, ‘৩০ টাকা করে দিনে খাজনা দিতি হয়। যারা টাকা নেয় সকালে তাঁরা এসে আমাদের বসায়ে দিয়ে গেছে।’

মনিরামপুর মাছ ও কাঁচা বাজারের একমাত্র প্রবেশপথ ঘিরে এভাবে দোকানা বাসানোয় পথ চলতে দুর্ভোগের শিকার হন পথচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত