Ajker Patrika

গুরুদাসপুরে ৩৪৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
গুরুদাসপুরে ৩৪৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নাটোরের গুরুদাসপুরের ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে প্রতীক বরাদ্দ শুরু করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রতীক পাওয়ার পর পরই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত রোববার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ দিন ৬ চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী ১০ জন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন ২৭ জন প্রার্থী। তাঁদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৬ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ২১ প্রার্থীর মধ্যে ইসলামি আন্দোলনের দুজন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১৯ জন।

এদিকে,৬টি ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী রয়েছেন ৮২ জন এবং সাধারণ পুরুষ প্রার্থী রয়েছেন ২৩৬ জন।

দলীয় সূত্র বলছে, নাজিরপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এই ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছেন পাঁচজন। সংরক্ষিত সদস্য ১২ ও সাধারণ সদস্য পদে লড়াই করছেন ৪৪ জন প্রার্থী। বিয়াঘাট ইউপিতে নৌকা প্রতীকের সঙ্গে ইসলামি আন্দোলনের একজন ও ৬ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। সংরক্ষিত মহিলা প্রার্থী ১৮ ও সাধারণ প্রার্থী রয়েছেন ৩৯ জন।

খুবজীপুর ইউপিতে নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন স্বতন্ত্র প্রার্থী। এখানে সংরক্ষিত মহিলা প্রার্থী রয়েছেন ১০ জন, সাধারণ প্রার্থী রয়েছেন ৩৫ জন। মশিন্দা ইউপিতে নৌকা প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন স্বতন্ত্র প্রার্থী। ধারবারিষা ইউপিতে নৌকার প্রার্থীর সঙ্গে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন স্বতন্ত্র প্রার্থী। সংরক্ষিত মহিলা প্রার্থী রয়েছেন ১৪ জন ও ৩৯ জন রয়েছেন সাধারণ প্রার্থী।

চাপিলা ইউপিতে নৌকার প্রার্থীর পাশাপাশি রয়েছেন ইসলামি আন্দোলনের একজন ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। এই ইউপিতে সংরক্ষিত মহিলা প্রার্থী রয়েছেন ১৪ এবং সাধারণ প্রার্থী রয়েছেন ৪১ জন।

গুরুদাসপুর নির্বাচন কর্মকর্তা মো. ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, চেয়ারম্যান ও সদস্য পদে মোট ৩৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালাতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত