Ajker Patrika

অস্ত্রসহ ৯ কিশোর আটক

যশোর প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ২৫
অস্ত্রসহ ৯ কিশোর আটক

যশোর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ কিশোর অপরাধীকে আটক করেছে র‍্যাব। গত বুধবার দুপুর থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত তাদের আটক করেন র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ছুরি ও দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। আটক কিশোরেরা সম্প্রতি শহরের বকচর হুশতলা এলাকায় রাকিব সরদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে সন্দেহ র‍্যাবের।

গত বৃহস্পতিবার যশোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রকিব হত্যাকাণ্ডে জড়িতদের আটকে বুধবার দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালান র‍্যাব সদস্যরা। এ সময় বিভিন্ন গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ৯ কিশোরকে আটক করা হয়েছ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বার্মিজ ছুরি, দুটি রাম দা ও পাইপ জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর বকচর হুশতলায় রাকিব (২৮) নামের এক যুবককে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এ সময়ে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় তাঁর স্বজনেরা একটি হত্যা মামলা করেছেন। এর পরপরই যশোরের র‍্যাব সদস্যরা আসামিদের ধরতে তৎপরতা বাড়ায়। একপর্যায়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ৯ অপরাধীকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত